Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে সেগুন কাঠ বোঝাই ট্রাক আটক

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে আড়াই লাখ টাকার মেন্দার ছালসহ সেগুন কাঠ বোঝাই ট্রাক আটক করেছে বন বিভাগের ফরেস্ট টহল বাহিনী কর্তৃপক্ষ। চুনারুঘাট ফরেস্ট টহল বাহিনী নবাগত ভারপ্রাপ্ত টহল ওসি আব্দুল কাদের, মোহাম্মদ আলী ও আজিজুর রহমানসহ টহল পুলিশ শনিবার ভোর সকালে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার রাণীগাঁও বাজার থেকে সেগুন কাঠ ভর্তি ট্রাক পাচারকালে সুন্দরপুর বাজারে অভিযান চালিয়ে মূল্যবান সেগুন কাঠ বোঝাই ঢাকা মেট্টো-ন-১১-৬৫৬৯ ট্রাকটি আটক করেন। ৬৫ ঘনফুট উদ্ধারকৃত সেগুন কাঠের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৭২ হাজার টাকা। এর পূর্বে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের নছরতপুর এলাকায় অভিযান চালিয়ে মূল্যবান ৩৮ বস্তায় ১শ ২০ কেজি মেন্দার ছাল বোঝাই একটি কোম্পানীর কাভার্ডভ্যান (যশোহর-ট-১১-০৪০২) আটক করেন। উদ্ধারকৃত মেন্দার ছালের আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা। মেন্দার ছাল ও ট্রাক বোঝাই সেগুন কাঠসহ উভয় আটককৃত মালের আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা। উদ্ধারকৃত মালামালগুলো চুনারুঘাট টহল অফিসে জব্দ করা হয়েছে। গতকাল রবিবার চুনারুঘাট ফরেস্ট টহল অফিসে আলাপকালে নবাগত ভারপ্রাপ্ত টহল ওসি আব্দুল কাদের, মোহাম্মদ আলী ও আজিজুর রহমান সাংবাদিক ফারুক মাহমুদকে এ তথ্য দেন। উল্লেখ্য, উপজেলার বিভিন্ন পয়েন্ট দিয়ে চা বাগান ও বনাঞ্চলের সেগুন, আদরী, লালীসহ ইত্যাদি মূল্যবান গাছ অবাধে পাচার হচ্ছে। দেখার যেন কেউ নেই?