Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

টাকা পাওনা নিয়ে শহরে দুই পান ব্যবসায়ীর বিরোধ নিষ্পতি করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম

স্টাফ রিপোর্টার ॥ টাকা পাওয়া নিয়ে দুই পান ব্যবসায়ীর বিরুদ্ধে নিষ্পতি করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম। গতকাল তিনি তার কার্যালয়ে উভয় পান ব্যবসায়ীসহ নেতৃবৃন্দের নিয়ে বৈঠক করে এ বিরোধ নিষ্পতি করে দেন। অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানার হরিণাকুন্ডু মসজিদপাড়ার মোঃ জাফর আলীর ছেলে পান ব্যবসায়ী মোঃ হাসেম মিয়ার কাছ থেকে হবিগঞ্জ চৌধুরী বাজারে লোকনাথ পান আড়তের মালিক মতিলাল রায় সরবরাহ করতো। দীর্ঘদিন পান সরবরাহ করায় ফলে হাসেম মিয়া মতিলাল রায়ের কাছে ৪ লাখ ২৯ হাজার টাকা পাওনা ছিল। কিন্তু দীর্ঘদিন ধরে মতিলাল রায় হাসেম মিয়া পাওনা টাকা না দেয়ায় হাসেম মিয়া পুলিশ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। এ প্রেক্ষিতে পুলিশ সুপার এ বিষয়টি নিস্পতি করতে অতিরিক্ত পুলিশ সুপারকে নির্দেশ দেন। এ প্রেক্ষিতে অতিরিক্ত পুলিশ দুই ব্যবসায়ীসহ ব্যবসায়ী সংগঠনের নেতাদের নিয়ে গতকাল রাত কার্যালয়ে বৈঠকে বসেন। বৈঠকে প্রমানিত হয় হাসেম মিয়া মতিলাল রায়ের কাছে উল্লেখিত টাকা পান। তিনি ওই টাকা ২০২০ সালে ফের্রুয়ারীর ২৮ তারিখ দেয়ার জন্য অঙ্গিকার করেন। অন্যথায় পাওনাদার তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করলে তার কোন আপত্তি থাকিবে না।
বৈঠকে হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির (ব্যকস্) সভাপতি মোঃ শামছুল হুদা, পান ব্যবসায়ী সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন।