Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

রাখে আল্লাহ মারে কে! নবীগঞ্জে অদক্ষ সিএনজি চালকের গাড়ীর নিচে চাপা পড়েও অলৌকিক ভাবে বেচেঁ গেল আড়াই বছরের শিশু মিলাদ

ফখরুল আহসান চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ অদক্ষ গাড়ী চালকদের কারণে সড়ক দূর্ঘটনা এখন নিত্য দিনের সংবাদ হয়ে দাড়িয়েছে। প্রতিদিনই ঘটছে ভয়াবহ মর্মান্তিক সড়ক দূর্ঘটনা। এতে প্রাণহানি ও পঙ্গুত্বের ঘটনায় অনেক পরিবার আত্মীয় স্বজন হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন। গতাকাল লাইসেন্স বিহীন এক অদক্ষ সিএনজি চালকের কবল থেকে আড়াই বছর বয়সী এক অবুঝ শিশু অল্পের জন্য রক্ষা পেল। দ্রুতগতির সিএনজি অটোরিক্সার নিচে চাপা পড়েও অলৌকিক ভাবে বেচেঁ যায় মিলাদ মিয়া নামে আড়াই বছর বয়সী শিশুটি। সে প্রাণে রক্ষা পেলেও গুরুতর আহত হয়ে স্থানীয় আউশকান্দি অরবিট প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। তার বাবার মোঃ জামাল মিয়া আউশকান্দি হীরাগঞ্জ বাজারের একজন ক্ষুদে ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে গতকাল বিকাল অনুমান সাড়ে ৩টার দিকে। আউশকান্দি হীরাগঞ্জ বাজারে মধ্যবর্তী স্থানে রাস্তার পাশে দাড়ানো ওই শিশুটিকে চাপা দেয় দ্রুতগতিতে সিএনজি অটোরিক্সাটি। অসাধু গাড়ী চালক সিলেট ওসমানী নগর থানার মুতিয়া গ্রামের আমির আলীর পুত্র ইকরাম আহমেদ ও তার গাড়ী (সিলেট-থ ১১-৪১২৩) স্থানীয় জনতা আটক করে। এ রিপোর্ট লিখা পর্যন্ত বিষয়টিকে রফাদফার চেষ্টা চলছে বলে জানা গেছে। এ ব্যাপারে চালককে জিজ্ঞাসা করা হলে সে জানায়, তার লাইসেন্স নেই, তবে গাড়ী চালানোর অভিজ্ঞতা আছে। এ ধরনের অদক্ষ চালকদের কারণে ঘটছে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় প্রাণহানি ও পঙ্গুত্বের ঘটনা। গতকাল প্রত্যক্ষদর্শী অনেকেই বলেন, আমরা নিশ্চিত শিশুটি হয়তো আর নেই। কিন্তু রাখে আল্লাহ মারে কে। সিএনজি তার উপর দিয়ে চলে গেলেও অলৌকিক ভাবে শিশুটি বেচেঁ গেল।