Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুরে ছিনতাইয়ের ঘটনায় জনমনে আতংক

মাধবপুর প্রতিনিধি ॥ ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর অংশে বেপরোয়া ছিনতাইয়ের ঘটনায় আতংক তৈরী হয়েছে জনগনের মাঝে। প্রকাশ্যে দিবালোকে অস্ত্রের মুখে মোটরসাইকেল ছিনতাইয়ের ১২ দিনের মাথায় প্রায় সাড়ে ৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠেছে।
জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে মাধবপুর ব্র্যাক অফিসের কর্মচারী শেরপুর জেলার নকলা থানার বিবিরচর এলাকা আরজ আলীর পুত্র সোহেল রানা (৩৪) মাধবপুর পূবালী ব্যাংক থেকে ৪ লাখ ৩৬ হাজার ১শ টাকা উত্তোলন করে সিএনজি যোগে অফিসে যাচ্ছিল। পথিমধ্যে একটি মাইক্রোবাস সিএনজিকে গতিরোধ করে টাকাসহ সোহেল রানাকে উঠিয়ে নিয়ে মারপিট করে টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে মহাসড়কের রতনপুর নামকস্থানে ফেলে দেয়। ছিনতাইকারীদের আঘাতে আহত সোহেল রানা মাধবপুর সদর হাসপাতালে চিকিৎসা নেন। মাইক্রো ফাইনান্স এর এরিয়া ম্যানেজার সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি আরো খতিয়ে দেখা হচ্ছে। সোহেল রানা আহত থাকায় আমরা বিস্তারিত জানতে পারছিনা।
উল্লেখ্য, গত ১২ তারিখে একই এলাকায় বেজুড়া গ্রামের সাবেক মেম্বার রইছ আলীর পুত্র ছুট্টু মিয়ার মোটরসাইকেলটির গতিরোধ করে অস্ত্রের মুখেজিম্মি করে ৩ যুবক মোবাইল, মোটরসাইকেল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। যা এখনো উদ্ধার হয়নি। মহাসড়কের মাধবপুর অংশে ছিনতাইয়ের ঘটনায় জনগনের মঝে আতংক বিরাজ করছে।