Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে গ্রামবাসী ও সি.পি.বি কোম্পানী মুখোমুখী ॥ অপ্রীতিকর ঘটনার আশঙ্কা ॥ পুঞ্জিভুত হচ্ছে ক্ষোভ ॥ ঘটতে পারে বিস্ফোরণ

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে পরিবেশ ইস্যুতে মুখোমুখী অবস্থানে সি.পি.বি কোম্পানী ও গ্রামবাসী। বিরাজ করছে ক্ষোভ ও উত্তেজনা। অনাকাংখিত-অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন সচেতন মহল।
অনুসন্ধানে জানা যায়, উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বিহারীপুর গ্রামে স্থাপিত সি.পি.বি কোম্পানীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পরিবেশ দূষনের অভিযোগ করে আসছেন গ্রামবাসী। তাদের দাবী, কোম্পানীতে উৎপাদিত মোরগের বিষ্টার প্রচন্ড দূর্গন্ধে দীর্ঘদিন ধরে এলাকার পরিবেশ বিনষ্ট হয়ে আসছে। কোম্পানীর পার্শ্ববর্তী বিহারীপুরসহ একাধিক গ্রাম হয়ে পড়েছে বসবাসের প্রায় অযোগ্য। বাড়ছে নানা রকম রোগ-বালাই। শুরু থেকেই গ্রামবাসী বিষয়টির প্রতিবাদ করে আসলেও কর্ণপাত করেনি কর্তৃপক্ষ। এ নিয়ে ভুক্তভোগী জনসাধারনের মধ্যে দিনে-দিনে বাড়তে থাকে ক্ষোভ। সম্প্রতি বিষয়টি নিয়ে আবারো প্রতিবাদে নামেন গ্রামবাসী। সন্তু এতে ক্ষিপ্ত হয়ে উঠে কোম্পানী কর্তৃপক্ষ। প্রতিবাদকারীদের দেয়া হয় মামলা দিয়ে হয়রানীসহ নানা হুমকি-ধমকি। উপায়ন্তর না দেখে গ্রামবাসীর পক্ষ থেকে হবিগঞ্জের জেলা প্রশাসক বরাবরে দেয়া হয় লিখিত অভিযোগ। তারপরেও একবিন্দু টনক নড়েনি কর্তৃপক্ষের। পরে গ্রামবাসীর ব্যানারে অনুষ্ঠিত হয় মানববন্ধন। এতে আরো বেশি তেলে-বেগুনে জ্বলে উঠে কর্তৃপক্ষ। এ অবস্থায় বলা যায়, উভয়পক্ষই এখন মুখোমুখী অবস্থানে।
গ্রামবাসীর অভিযোগ, দিন-দিন বেড়েই যাচ্ছে হুমকি-ধমকি। কোম্পানী কর্তৃপক্ষের এক গুয়েমী-একরোখা ও অনড় অবস্থানের কারনে পুঞ্জিভুত হচ্ছে ক্ষোভ। যেকোন সময় ঘটতে পারে ক্ষোভের বিস্ফোরণ। শান্তি প্রিয় এলাকাটি হয়ে উঠতে পারে উত্তপ্ত। সচেতন মহলের আশঙ্কা, বিষয়টি নিয়ে যেকোন সময় ঘটতে পারে অনাকাংখিত-অপ্রীতিকর ঘটনা। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্নয়ে যতদ্রুত সম্ভব বিষয়টির নিষ্পত্তি হওয়া প্রয়োজন।