Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরে যুবলীগ নেতার উপর হামলার ঘটনায় ৬ জন কারাগারে

স্টাফ রিপোর্টার ॥ জেলা যুবলীগ নেতা বিপ্লব রায় চৌধুরীর হাত-পায়ের ৪ টি রগ কাটার মামলায় অবশেষে বহিস্কৃত নেতা দিলোয়ার খান ও তার সহযোগিতাকে কারাগারে প্রেরন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসালামের আদালতে জামিনের আবেদন করলে, জামিন না-মঞ্জুর করে কারাগারে প্রেরন করেন। তারা হল, বহিস্কৃত যুবলীগ নেতা উমেদনগর গ্রামের দিলোয়ার খান, আবুল কাশেম, জামাল মিয়া, আলী ইমন খান, রুবেল ও রাহুল আহমেদ। এ বিষয়টি নিশ্চিত করেন আদালত পরিদর্শক আল-আমিন।
প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর দুপুরে দলীয় কোন্দলের কারনে শহরের চিড়াকান্দি এলাকায় জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী’র উপর হামলা চালিয়ে গুরুতর জখম করে। এক পর্যায়ে তার হাত-পায়ের রগ ও কজি¦ কেটে ফেলে উল্লেখিতরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ইকবাল হোসেন খান বাদী হয়ে সদর থানায় আবুল কাশেম ও দিলোয়ার খানসহ ৭ জনকে আসামী করে একটি মামালা দায়ের করে। এরপর উল্লেখিতরা উচ্চ আদালত থেকে ১ মাসের আগামী জামিন লাভ করে। জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার গতকাল তারা হবিগঞ্জ আদালতে হাজির হয়।