Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মহানবীকে কটুক্তিকারির ফাঁসি ও হতাহতের ঘটনায় দায়ীদের শাস্তির দাবিতে বানিয়াচঙ্গে মিছিল

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ আজ সোমবার বাদ আছর বড়বাজার জামেয়া ইসলামিয়া দারুল কোরআন টাইটেল মাদরাসা প্রাঙ্গণ থেকে শীর্ষ স্থানীয় আলেম-উলামার আহ্বানে ভোলার বোরহান উদ্দিনে মহানবীকে কটুক্তিকারি যুবকের ফাঁসি ও হতাহতের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বানিয়াচঙ্গে মিছিল অনুষ্ঠিত হবে। গতকাল তাৎক্ষনিকভাবে বানিয়াচঙ্গে ভোলার বোরহান উদ্দিনে মহানবী মুহম্মদ (সাঃ) এর অবমাননাকারির শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে ৪ জন নিহত ও বহু সংখ্যক মুসল্লি আহতের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে তৌহিদী জনতা। গতকাল রবিবার আছরের নামাজের পর বিক্ষোভ মিছিলটি গ্যানিংগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাঁচারী মাঠ সংলগ্ন সড়কে মিলিত হয়। পথসভায় মাওঃ আব্দুল জলিল ইউসূফী বলেন, একজন যুবক মহানবী হযরত মুহম্মদ (সাঃ) কে ব্যাঙ্গ করে ফেইসবুকে স্ট্যাটাস দেয়। এর প্রতিবাদে ভোলার বোরহান উদ্দিনের ধর্মপ্রাণ মুসল্লিগণের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বিনা উস্কানিতে নির্বিচারে গুলি চালায়। এতে ৪ জন শহীদ হন এবং বহু মুসল্লি আহত হন। সুষ্ঠুতদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন ক্বারী কমর উদ্দিন। পরবর্তীতে ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্যোগে বাদ মাগরিব আরেকটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।