Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কোন দুর্র্বত্তকে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না-বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী

মাধবপুর প্রতিনিধি ॥ বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী বলেছেন দুর্গা পূজা বাঙ্গালীর উৎসব। বাংলাদেশ অসম্প্রাদায়িক সম্প্রতির দেশ। দুর্গাপূজার শিক্ষা অসুরদের দমন করা । আমাদের সমাজে যে অসুর তৈরী হয়েছে তা যে কোনভাবে নিধন করা হবে। সমাজে কোন দুর্বত্তকে মাথা উচু করে দাড়াতে দেওয়া হবে না। গতকাল শুক্রবার সকালে মাধবপুরে শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রতি মন্ডপে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত অনুদানের টাকা বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারানের সভাপতিত্বে ও মাধব রায়ের সঞ্চালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ আতিকুর রহমান আতিক, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সুকোমল রায়, ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান, ফারুক পাঠান, তৌফিক চৌধুরী, প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির হাসান, পূজা উদযাপন কমিটির সভাপতি সুনীল দাস, সেক্রেটারী লিটন রায়, শংকর পাল, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান প্রমুখ।