Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে কৃষক ফরহাদ হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার কৃষক ফরহাদ হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়। গতকাল মঙ্গলবার বিকাল ৪টা ৩০ মিনিটে এ রায় ঘোষণা করেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম নাছিম রেজা। দন্ডপ্রাপ্ত হচ্ছেন-ফরিদপুর জেলার নগরকান্দি উপজেলার কুড়াইল গ্রামের তাসিব উদ্দিনের পূত্র গিয়াস উদ্দিন। সে পলাতক রয়েছে।
২০০২ সালের ৪ ফেব্র“য়ারী সকালে রশিদপুর বনবিটের গিয়াস উদ্দিনসহ কয়েকজন মিলে ফরহাদকে বাড়ি থেকে রশিদপুর বনবিটে নিয়ে যায়। বিকালে ফরহাদের গুলিবিদ্ধ লাশ লোকজন দেখতে পায় স্থানীয় লোকজন। এ ঘটনায় ওইদিনই ফরহাদের পিতা বাদী হয়ে ৭ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন চুনারুঘাট থানার এসআই শামসুল হক ২০০৩ সালের ১৬ নভেম্বর একমাত্র গিয়াস উদ্দিনকে আসামী করে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
মামলায় ১২ জন সাক্ষীর মধ্যে ৬ জন সাক্ষির সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক উল্লেখিত রায় দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি আব্দুল আহাদ ফারুক।