Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরের ছাত্রলীগ নেতার মামলায় যুবলীগ নেতার কারাদন্ড

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে চেক ডিজঅনার মামলায় সাবেক যুবলীগ নেতা কবির আনসারীর (৪০) এর বিরুদ্ধে ১ বছরের কারাদন্ড প্রদান করেছেন আদালত। সেই সাথে ৭ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। গত ২৯ সেপ্টেম্বর হবিগঞ্জের যুগ্ম-দায়রা জজ ১ম আদালতের বিচারক কাজী মিজানুর রহমান এ আদেশ প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়, রিচি গ্রামের আব্দুল হামিদের পুত্র সাবেক ছাত্রলীগ নেতা রিয়াদ আহমেদ-এর কাছ থেকে ১ বছর আগে ৭ লাখ টাকা কর্জ নেন কবির আনসারী। সেই সাথে পুবালী ব্যাংক হবিগঞ্জ বার লাইব্রেরী শাখার একটি চেক দেন কবির আনসারী। পরে রিয়াদ ব্যাংকে গিয়ে দেখনে তার একাউন্টে কোন টাকা নেই। তার সাথে কবির আনসারী প্রতারণা করে টাকা আত্মসাত করেছে। এ ঘটনায় রিয়াদ ১৮ সালের ১৪ মে আদালতে মামলা দায়ের করেন। আদালত সাক্ষ্য প্রমান শেষে কবির আনসারীকে ১ বছরের কারাদন্ড ও ৭ লাখ টাকা অর্থ দন্ড প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামী পলাতক ছিল। সে নিজামপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের আলতাব আলীর পুত্র।
এ ব্যাপারে ওসি মাসুক আলী জানান, সাজা পরোয়ানা এখনো আমাদের কাছে আসেনি। আসলে ব্যবস্থা নেয়া হবে।