Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে সাংবাদিক নাবেদ কে প্রাণনাশের হুমকি দিয়েছে আবুল মিয়া নামে এক যুবলীগ কর্মী। এ নিয়ে গত ২৭ সেপ্টেম্বর নবীগঞ্জ থানায় একটি অভিযোগ জমা দিয়েছেন সাংবাদিক নাবেদ মিয়া। এ ঘটনায় নবীগঞ্জে সাংবাদিকদের মধ্যে মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। উল্লেখ্য গত ২১ সেপ্টেম্বর নবীগঞ্জ থানার দারোগা পরিচয় দিয়ে সাংবাদিক নাবেদ এর ভাইয়ের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে আবুল মিয়া (৩৫), টাকা না দিলে বিপদে ফেলার হুমকিও দেওয়া হয়। এরই প্রেক্ষিতে গত ২৪ সেপ্টেম্বর সাংবাদিক নাবেদ মিয়া পুলিশ পরিচয়কারী আবুল মিয়ার এহেন কর্মকান্ডের প্রতিকার চেয়ে হবিগঞ্জ জেলা পুলিশ সুপার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করলে স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি আবুল জানতে পারলে অভিযোগ তুলে নেয়ার জন্য নাবেদ কে হুমকি দেয়। এবং তার নিজস্ব অফিসে ডেকে নিয়ে প্রাণে হত্যার ভয় দেখায়। এক পর্যায়ে একটি ছুরি দিয়ে আঘাত করতে ধেয়ে আসে। পরে আশপাশের লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এদিকে জীবনের নিরাপত্তা চেয়ে নাবেদ মিয়া গত
ডায়েরী করেন। এ সময় আরো সহকর্মী সাংবাদিকদবৃন্দ
উপস্থিত ছিলেন। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন বলেন, অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন। খোজ নিয়ে জানা যায় কথিত আবুল মিয়া নবীগঞ্জ উপজেলার দেবপাড়া (বাঁশডর) গ্রামের জাহির আলীর পুত্র। সে নিজেকে পুলিশের সোর্স, পুলিশ পরিচয় দিয়ে বেড়ায়। এছাড়া সে যুবলীগের কর্মী বলে দাবী করেন। এ ব্যাপারে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ গুল মোহাম্মদ কাজল ও যুগ্ম আহ্বায়ক লোকমান খান জানান, আবুল মিয়া নামে যুবলীগে কোন কর্মী নেই।