Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখাইয়ে শারদীয় দূর্গোৎসবে ডিজে বন্ধ অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাইয়ে গতকাল রবিবার বিকাল ৪ টায় লাখাই থানার সম্মেলন কক্ষে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে সার্বিক নিরাপত্তা মূলক মতবিনিময় সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লাখাই উপজেলা শাখা সহ বিভিন্ন সংগঠনের সাথে আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লাখাই থানার ওসি মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হবিগঞ্জ সার্কেল মোঃ রবিউল ইসলাম। ওসি (তদন্ত) অজয় চন্দ্র দেবের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন লাখাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কাসেম, লাখাই পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত ভট্টাচার্য, সাধারণ সম্পাদক আশীষ দাশ পুপ্ত, বিশ্বজিৎ ভট্টাচার্য, সজল দাস, প্রবিন্দ্র দাশ, নেপাল, মলয় প্রমুখ। অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, ধর্ম যার যার উৎসব সবার তাই আসন্ন দুর্গা পূজায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা সকলে মিলে আনন্দ উপভোগ করবো। আমাদের সংস্কৃতির সাথে যা আছে তা করবেন, ডিজে গান বাদ। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলার প্রতিটি পূজা মন্ডপের পাশাপাশি বিভিন্ন এলাকা ও গুরুত্ব পয়েন্টগুলোতে পুলিশের কঠোর নজরদারী অব্যাহত থাকবে। এছাড়া পুলিশের সার্বক্ষণিক টহল ব্যবস্থাও জোরদার করা হয়েছে। সকলের সহযোগিতা অব্যাহত থাকলে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে এ বছর শারদীয় দুর্গোৎসব পালিত হবে। এছাড়া যেকোনো ধরনের অনিয়মের জন্য যদি কোনো মহল প্রভাব বিস্তার করে তবে সরাসরি পুলিশকে অবহিত করার জন্য আহবান জানান তিনি। মতবিনিময় সভায় জনপ্রতিনিধি বিভিন্ন পূজা কমিটি প্রতিনিধিদের পাশাপাশি স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এ বছর উপজেলায় ৬৯ টি পূজা মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।