মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে আওয়ামী লীগের দুই নেতার নির্বাচনী সভাকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ আহত ২০ রাজধানীর উত্তরা এলাকায় পুলিশের বিশেষ অভিযান ॥ নবীগঞ্জের কলেজ ছাত্র তাহসিন হত্যা মামলার আসামী শাফি গ্রেফতার বাংলাদেশের স্বাধীনতা অর্জনে নাট্যকর্মীদের অবদান অনস্বীকার্য- এমপি আবু জাহির পুলিশের দায়েরকৃত মামলায় যুবদল ও ছাত্রদলের চার নেতা কারাগারে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলেয়া আক্তারকে হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা খোশ আমদেদ মাহে রমজান সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চুনারুঘাটের প্রবাসী যুবক নিহত প্রবাসে সাংবাদিকতায় অনন্য অবদান রাখায় নবীগঞ্জের সাংবাদিক মতিউর মুন্নাকে গ্রিসে বাংলাদেশ দূতাবাসের সম্মাননা প্রদান মাধবপুরে নিখোঁজের ৪ দিন পর নদী থেকে হৃদয়ের লাশ উদ্ধার ক্যান্সারে আক্রান্ত সাবেক চেয়ারম্যান সত্যজিত দাশকে বাচাতে এগিয়ে আসুন

লাখাইয়ে শারদীয় দূর্গোৎসবে ডিজে বন্ধ অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম

  • আপডেট টাইম সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫০৮ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাইয়ে গতকাল রবিবার বিকাল ৪ টায় লাখাই থানার সম্মেলন কক্ষে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে সার্বিক নিরাপত্তা মূলক মতবিনিময় সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লাখাই উপজেলা শাখা সহ বিভিন্ন সংগঠনের সাথে আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লাখাই থানার ওসি মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হবিগঞ্জ সার্কেল মোঃ রবিউল ইসলাম। ওসি (তদন্ত) অজয় চন্দ্র দেবের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন লাখাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কাসেম, লাখাই পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত ভট্টাচার্য, সাধারণ সম্পাদক আশীষ দাশ পুপ্ত, বিশ্বজিৎ ভট্টাচার্য, সজল দাস, প্রবিন্দ্র দাশ, নেপাল, মলয় প্রমুখ। অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, ধর্ম যার যার উৎসব সবার তাই আসন্ন দুর্গা পূজায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা সকলে মিলে আনন্দ উপভোগ করবো। আমাদের সংস্কৃতির সাথে যা আছে তা করবেন, ডিজে গান বাদ। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলার প্রতিটি পূজা মন্ডপের পাশাপাশি বিভিন্ন এলাকা ও গুরুত্ব পয়েন্টগুলোতে পুলিশের কঠোর নজরদারী অব্যাহত থাকবে। এছাড়া পুলিশের সার্বক্ষণিক টহল ব্যবস্থাও জোরদার করা হয়েছে। সকলের সহযোগিতা অব্যাহত থাকলে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে এ বছর শারদীয় দুর্গোৎসব পালিত হবে। এছাড়া যেকোনো ধরনের অনিয়মের জন্য যদি কোনো মহল প্রভাব বিস্তার করে তবে সরাসরি পুলিশকে অবহিত করার জন্য আহবান জানান তিনি। মতবিনিময় সভায় জনপ্রতিনিধি বিভিন্ন পূজা কমিটি প্রতিনিধিদের পাশাপাশি স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এ বছর উপজেলায় ৬৯ টি পূজা মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com