Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে লোকনাথ আশ্রম ও শ্মশানের ভূমি দখলের অপচেষ্টা করছেন রানা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরতলীর আক্রমপুর এলাকায় অবস্থিত লোকনাথ আশ্রম ও শ্মশানের ভূমির সীমানা প্রাচীরের মধ্যে প্রায় সাড়ে ৩ শতক জায়গায় আহমদ ঠাকুর রানা নামে এক ব্যক্তি দখলের অপচেষ্টা করছেন। এনিয়ে উত্তেজনা বিরাজ করছে। গত ২৪ সেপ্টেম্বর সকালে এ জায়গা দখলের এ ঘটনা ঘটে। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন দাতা পরিবারের সদস্য ধীরেন্দ্র মালাকার।
স্থানীয় সুত্রে জানা যায়, নবীগঞ্জ পৌরসভার আক্রমপুর এলাকার ধীরেন্দ্র মালাকার ও তার পরিবারের সদস্যরা ধর্মীয় প্রতিষ্টান লোকনাথ আশ্রম ও শ্মশানের জন্য প্রায় ৬৮.৫০ শতক ভূমি দান করেন। এরমধ্যে আশ্রম কর্তৃপক্ষ সাড়ে ৩ শতক ভূমি (সীমানা প্রাচীরের ভিতরে) পূজার সময় অস্থায়ীভাবে দোকান দিয়ে ব্যবসা করতে পারবেন, তবে বিক্রি করা যাবেনা’ মর্মে শর্ত সাপেক্ষে দাতা সদস্যদেরকে দেয়া হয়। উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী ও স্থানীয় কাউন্সিলর জায়েদ চৌধুরীসহ এলাকার গণ্যমান্য মুরুব্বীয়ানদের উপস্থিতিতে আশ্রম কর্তৃপক্ষের সাথে দাতা পরিবারের মধ্যে সমঝোতা বৈঠকে এমন সিদ্ধান্ত হয়। এরপর থেকে ওই ভূমিতে আশ্রম কর্তৃপক্ষ ওই সাড়ে ৩ শতক ভূমিতে কোন স্থাপনা নির্মাণ করেন নি। এমতাবস্থায় গত ২৪ সেপ্টেম্বর সকালের দিকে চরগাঁও গ্রামের মৃত রহমত ঠাকুরের ছেলে আহমদ ঠাকুর রানা লোকজন নিয়ে ওই সাড়ে ৩ শতক ভূমিতে ঘর নির্মাণের চেষ্টা করেন। খবর পেয়ে দাতা সদস্যরা এসে বাঁধা দিলে আহমদ ঠাকুর রানা চলে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এদিকে আহমদ ঠাকুর রানা ওই ভূমি দখলের অপচেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানায় ধীরেন্দ্র মালাকার বাদী হয়ে আহমদ ঠাকুর রানার বিরুদ্ধে একটি অভিযোগ প্রদান করেছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর জায়েদ চৌধুরী জানান, আসন্ন দুর্গা পুজার পুর্ব মুহুর্তে আহমদ ঠাকুর রানা ধর্মীয় প্রতিষ্টানের ভূমি দখলের ঘটনাটি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টসহ সনাতম ধর্মাবলম্বীদের মাঝে আতংক সৃষ্টি করেছে।