Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নেপাল সামিটের ঘোষনা পানির কোন সীমাণা নেই ওয়াটারকিপাররা ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে

প্রেস বিজ্ঞপ্তি ॥ পানির কোন সীমানা নেই ঘোষনার মাধ্যমে ট্রান্সবাউন্ডারি শীর্ষক ওয়াটারকিপার এলায়েন্স আয়োজিত নেপালের কাঠমুন্ডুতে অনুষ্ঠিত দক্ষিণ এশীয় সামিট ২২ সেপ্টেম্বর রবিবার শেষ হয়েছে। সম্মেলনে গঙ্গা-ব্রম্মপূত্র-মেঘনা বেসিনের পাঁচ দেশের ওয়াটারকিপাররা ১২টি ভিশন এবং ৯টি কর্মপরিকল্পনা নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বিকেল ৩টায় সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়াটারকিপার এলায়েন্স’র পরিচালক ক্রিস ওয়াকি। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেপালের সাবেক পানি সম্পদ মন্ত্রী দীপক গ্ওায়ালী। বিশেষ অতিথি ছিলেন ওয়াটারকিপার এলায়েন্স’র নির্বাহী পরিচালক মার্ক ইয়োগী, ওয়াটারকিপার এলায়েন্স’র দক্ষিণ এশিয়ার নির্বাচিত প্রতিনিধি বুড়িগঙ্গা রিভারকিপার শরিফ জামিল, নেপাল ওয়াটারকিপার্সের সমন্বয়কারী মেঘ আলে ও চায়না ওয়াটারকিপারের সমন্বয়কারী হাও ঝিন। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশুর রিভার ওয়াটারকিপার বাপা’র বাগেরহাট জেলার সমন্বয়কারী মোঃ নূর আলম শেখ, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জেল সোহেল, সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম কিম প্রমূখ। প্রধান অতিথির বক্তৃতায় নেপালের সাবেক পানি সম্পদ মন্ত্রী দীপক গাওয়ালী বলেন যে সমস্ত নিত্য ব্যবহার্য্য পন্য উৎপাদনে প্রচুর পানির ব্যবহার হয় তার উপর বাড়তি ট্যাক্স আরোপ করতে হবে।