Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাদক ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর- কর্নেল মোঃ জোবায়ের

মাধবপুর প্রতিনিধি ॥ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শ্রীমঙ্গল সেক্টরের অধিনায়ক কর্ণেল মোঃ জোবায়ের হাসনাৎ বলেছেন-মাদক ব্যক্তি, সমাজ ও দেশের জন্য মারাতœক ক্ষতিকর। মাদকের বিস্তার রোধে আমাদের সকলকে কাজ করতে হবে। বিজিবি দেশকে মাদকমুক্ত করতে সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি সচেতনমূলক কাজ করে যাচ্ছে। তেলিয়াপাড়া মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক একটি স্থান। মাদকের কারনে ঐতিহাসিক স্থানটির সুনাম নষ্ট হচ্ছে। তবে আইনশৃংখলা বাহিনীর সতর্ক অবস্থান ও বাগানবাসী সচেতন হওয়ায় ঐতিহাসিক এ স্থানটিতে মাদক সেবনকারীদের আনাগোনা নেই বললেই চলে। শনিবার সকালে বিজিবি ৫৫ ব্যাটালিয়ন হবিগঞ্জের উদ্যোগে তেলিয়াপাড়া চা বাগান নাচঘর প্রাঙ্গনে মাদক বিরোধী মতবিনিময় সভায় অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এম জাহিদুর রশীদের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান, বাগান ব্যবস্থাপক কাজী এমদাদুর রহমান মিঠু, ইউপি চেয়ারম্যান তৌফিকুল আলম চৌধুরী, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইন্সপেক্টর মিজানুর রহমান, তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই রাকিবুল হাসান, শিক্ষক মিজানুর রহমান, সাংবাদিক রোকন উদ্দিন লষ্কর, চা শ্রমিক নেতা খোকন তাঁতি, শিক্ষার্থী আয়ুব হোসেন ইমন, আইরিন ইকবাল। পরে বিজিবির পক্ষ থেকে ৭শ জন চা শ্রমিক নারী-পুরুষদের ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ গ্রহন করেন।