Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে গৃহহীন ১০ টি পরিবার পেল পাকা ঘর

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ মাহমুদুল কবীর মুরাদ বলেছেন ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়াই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বপ্ন। এজন্যই দারিদ্র মানুষের জন্য নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে সরকার। ২০২২ সালে দেশের কেউই গৃহহীন থাকবে না। গতকাল বৃহষ্পতিবার দুপুরে মাধবপুরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় গৃহহীনের জন্য দুযোর্গ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের আওতায় ১০টি উপকারভোগী পরিবারের মাঝে চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার তাসনূভা নাশতারানের সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাসুদুল ইসলামের সঞ্চালনায় চাবি হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান শহিদ উদ্দিন আহম্মেদ, শফিকুর ইসলাম, ফারুক পাঠান, আপন মিয়া, সাংবাদিক আইয়ুব খান, উপকারভোগী আয়েশা খাতুন ও ফখরুল ইসলাম।