Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে সিএনজিকে জরিমানা করায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলীকে আটক করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। গতকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টায় উপজেলার মিরপুর বাজারে ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করে তারা। জানা যায়, সোমবার সন্ধ্যায় উপজেলার মিরপুর চৌমুহনীর জোড়া ব্রিজ থেকে সড়কে যানজট লাগানোর অভিযোগে সিএনজি অটোরিক্সা শ্রমিক নেতাকে আটক করেন উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক। তিনি তাকে আটক করে উপজেলায় নিয়ে যান। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন। এর প্রতিবাদে সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ রাত ৯টায় ঢাকা-সিলেট অবরোধ করে বিক্ষোভ করে আটক নেতার মুক্তি দাবী করেন।
খবর পেয়ে বাহুবল মডেল থানার ওসি মোঃ কামরুজ্জামান ও কমিউনিটি পুলিশিং এর সভাপতি আসকার আলী আটক শ্রমিককে ছেড়ে দেওয়ার আশ্বাসে রাত ৯টা ৪৫ মিনিটে আবরোধ তুলে নেয় শ্রমিকরা। বাহুবল সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি জয়নাল আবেদিন বলেন, ইউএনও আমার শ্রমিকনেতা ইউনুছকে মিরপুর জোড়া ব্রিজ থেকে আটক করে নিয়ে গিয়ে ২০ হাজার টাকা দাবী করেন।
বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা বলেন, যানজট লাগানোর অভিযোগে ২০টি সিএনজিকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। যখন জরিমানা করা হয়েছিল তখন সব শ্রমিকরাই ছিল।