Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে সর্বদলীয় উলামা পরিষদের জরুরী সভা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ সর্ব দলীয় উলামা পরিষদ গত রবিবার বাদ এশা নবীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে এক জরুরী সভায় মিলিত হন। মাওলানা আব্দুল কাদির হোসাইনীর সভাপতিত্বে সভায় বক্তব্য মাওলানা নূরুল হক নবীগঞ্জী, নহরপুর মাদ্রাসার সুপার মাওলানা আব্দুস সালাম, মুহতামিম আনোরুল উলুম মহিলা মাদ্রাসা মাওলানা শাহ আলম, মুহতামিম শেরপুর মাদ্রাসা মাওলানা শুয়াইব আহমদ চৌধুরী, মাওলানা আব্দুল বাছির, হাজি দিলাওর মিয়া চৌধুরী, মুফতি ফয়সল আহমদ, মাওলানা মোশাহিদ আলী রায়ধরী, হাফিজ রুহুল আমিন চৌধুরী, মদিনা মজসিদের ইমাম মাওলানা শিহাব আহমদ, বায়তুল নুর জামে মসজিদের ইমাম মাওলানা আলী আক্কাস মোল্লা, ইব্রাহিম (আঃ) জামে মজসিদের ইমাম আলাউর রহমান, মুফতি আবু ইউসুফ, মাওলানা ওমর নাসরুল্লা, সুপার মোল্লারাই দাখিল মাদ্রাসা মাওলানা কাজি মাহবুবুর রহমান, কাজি মাওলানা ইমাদ উদ্দিন, মুফতি আলা উদ্দিন, মাওলানা ইব্রাহিম ইউসুফ, আল করিম জামে মসজিদের ইমাম মাওলানা মনসুর আহমদ আজাদ, মাওলানা মুজাহিদ আলী, হাফিজ আব্দুল হামিদ, শাহিন আহমদ চৌধুরী, মোজাহিদ আহমেদ, মাওলানা ইমরান আহমেদ, আকমল হোসেন টিটু, মাওঃ আব্দুল কাইয়ুম প্রমুখ। সভায় বক্তারা বলেন, হেযবুত তৌওহীদ কর্তৃক ঈমান বিধ্বংসী কার্যক্রম বন্ধ ও তাদের সংগঠনের সভাপতি জসিম উদ্দিনসহ সকল সদস্যকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের প্রতি জোরালো দাবি জানান। সভায় সর্ব সম্মতিক্রমে আগামী ১৮ সেপ্টম্বর বুধবার বেলা ২ ঘটিকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় নির্বাহী কমিটির তত্বাবধানে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদান এবং নবীগঞ্জ থানার ওসি তদন্ত উত্তম কুমার দাশ ও সাব ইন্সেপেক্টর ফখরুজ্জামানের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। জরুরী সভায় আলেম উলামাগণ ছাড়াও এলাকার ধর্মপ্রাণ মুসলমান, ব্যবসায়ী জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।