Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে ফুটবল টুর্ণামেন্ট নিয়ে সংঘর্ষে আহত ২০

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলায় দুইদল খেলোয়াড়দের মাঝে বাক-বিতন্ডায় ত্রি-মূখি সংঘর্ষে অন্তঃ ২০ জন আহত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪টায় স্থানীয় ডিসিপি হাই স্কুল খেলার মাঠে এঘটনাটি ঘটে। আহতরা হলেন- উপজেলার উবাহাটা ইউনিয়নের ইমরান মিয়া (১৬), ওয়াজিদুর রহমান (১৭), আনোয়ার (১৬), সাইফুল ইসলাম (১৭) অহতদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। জানা গেছে, প্রতিদিনের ন্যায় গতকাল ৩য় দিনের খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় অংশগ্রহন করে চুনারুঘাট পৌরসভা বনাম ৭নং উবাহাটা ইউনিয়ন।
খেলা চলাকালীন উভয় দলের খেলোয়াড়দের মাঝে ভুলবোঝাবুঝি নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার পর দু’দলের খেলোয়াড়দের সমাধান করে পূনরায় খেলা শুরু হয়। খেলা শুরু হতেনাহতেই হট্টগোল শুরু হয়। খবর পেয়ে চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন। চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক, রজব আলী চেয়ারম্যান এবং চান্দআলী মেম্বার এর মধ্যস্ততায় বিচারের আশ্বস্থ করলে পরে পরিস্থিতি শান্ত হয়।