Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে ৩ দিন ব্যাপী চলচ্চিত্র উৎসব

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন বিষয়ের মিথস্ক্রিয়া এবং সামাজিক কূপমন্ডুকতার বিরুদ্ধে সচেতনা বৃদ্ধি এবং উদ্বুদ্ধকরণ গত ২৮ এপ্রিল থেকে তিন দিন ব্যাপী চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে।
গত ২৮ এপ্রিল সকালে হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শামীম আহমেদ। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসেন, অনুষ্ঠানটি পরিচালনা করেন বি.টিভি’র জেলা প্রতিনিধি আলমগীর খান। এছাড়াও উক্ত অনুষ্ঠানে ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও তথ্য অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে গতকাল সকালে জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসেন এর পরিচালায় জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (উপ-সচিব) স্থানীয় সরকার হবিগঞ্জ দিলীপ কুমার বণিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সরকারী মহিলা কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ মোঃ আবদুস জাহের ও জেলা টিভি জার্নালিন্ট এসোসিয়েশনের সভাপতি আলমগীর খান।
আলোচনা সভা শেষে সংশ্লিষ্ট বিষয়ে সর্বনাশা জঙ্গীবাদ, আগুনের পরশমনি ও বন্দে মায়া লাগাইছে চলচ্চিত্রসহ বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শন করা হয়। সভায় বক্তারা বলেন, এই ধরনের চলচ্চিত্র প্রদর্শনের ফলে সমাজ থেকে জঙ্গীবাদ ও বিভিন্ন কূপমন্ডুতা প্রতিরোধে জোড়ালো ভূমিকা রাখবে।