Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ব্যক্স নির্বাচন নিয়ে আদালতে মামলা ॥ অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা কারণ দর্শানোর নোটিশ

স্টাফ রিপোর্টার ॥ ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যক্স) এর নির্বাচনকে সামনে রেখে আদালতে মোকদ্দমা দায়ের করা হয়েছে। হবিগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে মামলাটি দায়ের করেন সভাপতি প্রার্থী হাজী আব্দুর রহমান তালুকদার ও সাধারণ সম্পাদক প্রার্থী মীর একেএম জমীলুন নবী ফয়সল। মামলায় বিবাদীরা হল, বিগত কার্য নির্বাহী কমিটির সভাপতি শামসুল হুদা, সাধারণ সম্পাদক মোঃ আলমগীরসহ ১৫জন, প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব মোঃ মর্তুজ ইমতিয়াজ, নির্বাচন কমিশনার আলহাজ্ব মহিবুর রহমান, আব্দুল ওয়াদুদ, সামছুজ্জামান চৌধুরী ও আব্দুল কাদির লিটন।
মামলায় উল্লেখ করা হয়েছে, বিবাদীগণের সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশন ভূয়া ভোটার তালিকা দ্বারা যাতে আগামী ২১/০৯/১৯ ইং তারিখে নির্বাচন অনুষ্ঠান করতে না পারে সে জন্য স্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা করলে আদালত উল্লেখিতদের বিরুদ্ধে কেন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা হইবে না মর্মে নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ প্রদান করেন। এছাড়াও আপত্তি দাখিল না করা পর্যন্ত বাদী পক্ষের আবেদনের প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ দেয়া হয়।