Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শোহাদায়ে কারবালার স্মরণে আহলে সুন্নাত ওয়াল জামাতের মিলাদ ও দোয়া মাহফিল ॥ প্রাণ দেয়া যাবে, ঈমান আক্বিদা বিসর্জন দেয়া যাবে না

 

প্রেস বিজ্ঞপ্তি ॥ হযরত ইমাম হোসাইন (রাঃ) সহ শোহাদায়ে কারবালার স্মরণে হবিগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহিফল অনুষ্টিত হয়েছে।
গত মঙ্গলবার সকাল ১০ টার দিকে শায়েস্তানগরস্থ গাউছিয়া মাদ্রাসা মিলনায়তনে অনুষ্টিত মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের এর সভাপতি আলহাজ্ব মাওলানা শাহজালাল আহমদ আখঞ্জী। অধ্যক্ষ গোলাম সরোয়ারে আলম ও কাজী মাওলানা সাইফুল মোস্তফার পরিচালনায় আশুরা ও কারবালার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী, মাওলানা সোলাইমান খান রাব্বানী, মাওলানা আব্দুল মালিক, এমজি মোহিত, মাওলানা শহীদুল ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম, মাওলানা মুফতি তাহির উদ্দিন সিদ্দিকী, মাওলানা খাইরুদ্দিন, মুফতি রফিকুল ইসলাম, মাওলানা মুফতি আশরাফুল ওয়াদুদ, মাওলানা মুজিবুর রহমান আল কাদেরী, ডাঃ মাওলানা আব্দুল কাদির, মুসলিম উদ্দিন ধনি, হাজী মঞ্জব আলী প্রমখূ নেতৃবৃন্দ। মাহফিলে বক্তাগণ বলেন, প্রান বিসর্জন দেয়া যাবে, ঈমান-আক্বিদা বিসর্জন দেয়া যাবে না। অন্যায় যতই শক্তিশালী হউক না কেন, কোনো অবস্থাতেই অন্যায়ের নিকট আত্মসমর্পন করা যাবে না। ইমাম হোসাইন (রাঃ) আনহু জেনে, বুঝে, পরিবার পরিজনকে নিয়ে লম্পট, ফাসিক, ফাজির, নীতিভ্রষ্ট, মদখোর ইয়াজিদের বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য কারবালার প্রান্তরে শাহাদাৎ বরণ করেন।
পরিশেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছ বাস্তবায়নের জন্য ১১ সদস্য বিশিষ্ট একটি পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়। প্রত্যেক উপজেলা, পৌর কমিটি নবায়ন করে ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর পূর্বে তালিকা জমাদানের জন্য সিদ্ধান্ত হয়। পরিশেষে মিলাদ ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।