Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বিদ্যুৎ বিপর্যয়ের কারণে শহর ছিল টমটমহীন

আব্দুল হালীম ॥ বৈশাখি ঝড়ে বিদ্যুতের ৩৩,০০০/১১,০০০ কেভি লাইনের খুটি ভেঙ্গে পড়ায় জেলা শহর ছিল ২৪ ঘন্টা বিদ্যুৎ হীন। বিদ্যুতের অবাবে চার্জ দিতে না পারায় শহর ছিল প্রায় টমটম শুন্য। ফলে যানজটমুক্ত অবস্থায় অচেনা শহর হয়ে পড়ে শহরবাসীর কাছে।
জানা যায়, রোববার রাত প্রায় সাড়ে ১১টায় হবিগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া কালবোশোখী ঝড় শুরুর সাথে সাথে বিদ্যুৎ চলে যায়। ঝড়ে হবিগঞ্জ-শাহজিবাজার ৩৩,০০০/১১,০০০ কেভি লাইনের একটি খুটি ভেঙ্গে পড়ে। ফলে আর বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়নি। রাত সাড়ে ১১টার পর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ৩ শহস্রাধিক টমটম ব্যাটারি চার্জ করতে পারেনি। যে কারনে গতকাল সোমবার সকালের দিকে কিছু টমটম চললেও বিকেলে শহর ছিল প্রায় টমটমহীন। দেখতে মনে হয়েছে অনেকটা হরতালের দৃশ্যের মতো। অন্যান্য দিনের মতোই ট্রাফিক পুলিশকেও ছুটোছুটি করতে দেখা যায়নি। তবে যে কয়টি টমটম দেখা গেছে তাতে ছিল যাত্রী বোঝাই। এ ব্যাপারে টমটম চালকরা জানান, অধিকাংশ টমটম ব্যটারি চার্জ করতে না পারায় অচল হয়ে পড়ে ইজি বাইকগুলো। এদিকে ধান কাটার মওসুম হওয়ায় অধিকাংশ রিক্সা চোখে পড়েনি। ফলে অনেক যাত্রীকে দীর্ঘক্ষণ দাড়িয়ে থেকে রিক্সায় চড়তে হয়েছে। আবার অনেককে হেটেই গন্তব্যে পৌছতে হয়েছে।