Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখাইয়ে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে সচেতনতা মূলক সমাবেশ

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাইয়ের মাটিতে কোন মাদক, জঙ্গী ও দাঙ্গাকারীদের ঠাঁই হবে না বলে জানিয়েছেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হবিগঞ্জ সদর ও লাখাই সার্কেল রবিউল ইসলাম। তিনি বলেন মাদক, দাঙ্গা, জঙ্গীবাদ, প্রযুক্তির অপব্যবহার, বাল্যবিবাহ, ইভটিজিং সহ সকল অপরাধ নির্মুলে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছেন। অপরাধ কর্মকাণ্ড নির্মুলে সরকারের সেই জিরো টলারেন্স নীতিতে পুলিশ বাহিনী আন্তরিকতার সাথে কাজ করে চলেছে। ইতোমধ্যেই হবিগঞ্জের থেকে অভিযান চালিয়ে মাদক চক্রের হোতাদের গ্রেপ্তার করেছে পুলিশ। মাদক, দাঙ্গা, ও জঙ্গীবাদ নির্মুলেও প্রতিনিয়ত পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। পাশাপাশি, প্রযুক্তির অপব্যবহার, বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। অপরাধীরা যতোই ক্ষমতাধর হোক, তাদেরকে আইনের আওতায় আনতে পুলিশ বাহিনী বদ্ধ পরিকর। গতকাল বুধবার দুপুর ২ টায় লাখাই থানা পুলিশের আয়োজনে ছাত্র-ছাত্রী ও অভিভাকদের মধ্যে সচেতনতামূলক সমাবেশে তেঘরিয়া এস.ই.এস.ডি.পি মডেল উচ্চ বিদ্যালয়ে সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে তেঘরিয়া এস.ই.এস.ডি.পি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দৈনিক জনকন্ঠের জেলা প্রতিনিধি ও লাখাই প্রেসক্লাবের সভাপতি রফিকুল হাসান চৌধুরী তুহিন, লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরান হুসেন।