Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লন্ডনে লাখাই উপজেলা এসোসিয়েশন ইউকের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

এ রহমান অলি, লন্ডন থেকে ॥ “দেশের টানে কাছে থাকি” এই শ্লোগানকে ধারন করে গত ২৬ শে আগষ্ট সোমবার লন্ডনে মাইক্রো বিজনেস সেন্টার হলে হবিগঞ্জের লাখাই উপজেলা এসোসিয়েশন ইউকে এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী, সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি শিমুল চৌধুরীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক গোপেশ চন্দ্র দেবের প্রানবন্ত পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাখাইর কৃতি সন্তান, জনাব মোখলেসুর রহমান চৌধুরী, মাহবুবুর রহমান চৌধুরী, সৈয়দ মোস্তাফিজুর রহমান, মালু মিয়া, নাসির মিয়া, এম এ আউয়াল, জিয়াউর রহমান জিয়া, এনামুল মজিদ মামুন, আফজাল চৌধুরী, হালিম, মশিউর রহমান চৌধুরী, ফকরুল আলম, রওনক হোসাইন, এস এ চৌধুরী রনি, ইউসুপ মিয়া, সাদ্দাম হোসাইন, তুহিন খান, শাহীন আহমেদ, তুহিন আহমেদ, মাহদি হাসান চৌধুরী, দিলদার আলী, ফাহিম আলী।এছাড়াও বৃহত্তর হবিগঞ্জ কমিউনিটির বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন ওমর ফারুক আনসারী, এম এ আজিজ, ইঞ্জিনিয়ার এম এ মোমিন চৌধুরী বুলবুল, ব্রিটিশ সিভিল সার্ভেন্ট তাহির আলী, কথা সাহিত্যিক ড. মুকিদ চৌধুরী, তুহিন চৌধুরী, নজরুল ইসলাম, সৈয়দ মোস্তাক আহমেদ, বাকি বিল্লাহ জালাল, আলমগীর চৌধুরী, এ রহমান অলি, জালাল আহমেদ, কাজী আকমল, কামাল চৌধুরী, মোঃ আঙ্গুর মিয়া, মশিউর রহমান, আব্দুল মালেক, আদিত্য খান সাদী, খায়ের আহমেদ, বিপ্লব পাল, রব দেওয়ান মোর্শেদ, খায়রুজ্জমান জাহাঙ্গীর, আলামিন মিয়া, শাহ রাসেল, পাপ্পু, অমিত, আফজাল খান, ওমর ফোরকান সাইদ, মোঃ মিন্টু, নিয়ামুল হক মাক্সিম, সাইফুল ইসলাম হেলাল প্রমুখ।অনুষ্ঠানে বিভিন্ন রকমের পিঠা, মিষ্টান্ন সহ রকমারী খাবার পরিবেশন করা হয়। বক্তারা বলেন লাখাইর অনেক কৃতি সন্তান রয়েছেন যাহারা দেশ বিদেশে অনেক ক্ষেত্রে অবদান রেখে চলেছেন, আত্যাত্বিক সাধক শেখ ভানুর জন্ম এই লাখাই, কথিত আছে বিশ্বকবি রবীন্দ্র নাথ ঠাকুরের সাথে লাখাইর দত্ত পরিবারের সাথে ঘনিষ্ট যোগাযোগ ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয় শিক্ষকের বাড়ীও লাখাই। লাখাই এখন অনেক সুন্দর এলাকায় পরিনত হয়েছে, ভবিষ্যতে লাখাই পর্যটন নগরিতে পরিনত হউক সবাই এ আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানের লাখাইর পক্ষে মোখলেসুর রহমান চৌধুরী লাখাইর উন্নয়নে দল মতনির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠানে বিপুল সংখ্যক হবিগঞ্জবাসী উপস্থিত ছিলেন।