Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাস টার্মিনাল এলাকায় উচ্ছেদকৃত জমি আবারো দখলে নিচ্ছে প্রভাবশারীরা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কোর্র্ট স্টেশন বাইপাস সড়কের সরকারী জায়গা উচ্ছেদ হবার পরও তা আবারো চলে যাচ্ছে প্রভাবশালীদের দখলে। তারা ছোট ছোট অস্থায়ী স্থাপনা তৈরি করে ভাড়া ও ব্যবসা পরিচালনা করে আসছে। ফলে যানজট সৃষ্টিসহ সরকার মারাত্বকভাবে ক্ষতিগ্রস্থ ও প্রভাবশালীদের মাঝে ভাড়া নিয়ে সংঘর্ষ ঘটছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশের ন্যায় জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথের অভিযানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শহরের বিভিন্ন সরকারী জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। কিন্তু কিছুদিন না যেতেই দখলদাররা আবারোও এসব জায়গা দখল করে স্থাপনা তৈরি করছে। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায় কোর্ট স্টেশন ও বাস টার্মিনাল এলাকায় উচ্ছেদকৃত জায়গায় প্রভাবশালীরা স্থাপনা তৈরি করে ব্যবসা শুরু করে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী বলেন, ‘সরকার যতবার ভাঙ্গবে ততবারই আমরা গড়ব। কারন আমাদের জায়গা ভাঙ্গার পর কেউ তো আর দখল করতে পারবে না। তা আমাদেরই থাকবে।