Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে সুজিত হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

মাধবপু প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার নয়াপাড়া চা-বাগানের আলোচিত চা-শ্রমিক নেতা সুজিত হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে চা শ্রমিকরা। গতকাল শুক্রবার দুপুরে নয়াপাড়া চা-বাগান এলাকায় শত শত নারী, পুরুষ মানববন্ধনে অংশ নেয়। প্রায় ঘণ্টাব্যাপি মানববন্ধন শেষে পথ সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা খেলু নায়েক, সন্তোষ নায়েক, দুলাল ঘোষ, শ্যামল বুনার্জি, অর্জুন তেলেঙ্গে, লিবিউ পাত্র, বিচিত্র র‌্যালি, শ্রাবণ সাওতাল প্রমুখ।
মানবন্ধন শেষে পথ সভায় সুজিত রেলির স্ত্রী সারথি রেলি বলেন, আমার স্বামীর হত্যাকারিদের ফাঁসি চাই। ২ মেয়ে আর এক ছেলে কে নিয়ে তিনি এখন অসহায় ভাবে দিন কাটাচ্ছেন।
পরে থানার এসআই আবুল কাশেম মানববন্ধনে উপস্থিত হয়ে বলেন, সুজিত হত্যার বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে পুলিশের আন্তরিকতার অভাব নেই। এই মামলার ১ জনকে গ্রেফতার করা হয়েছে, বাকি ১২ জন আসামী আদালতে আত্মসমর্পন করেন। এখন তারা কারাগারে আছেন। মানববন্ধন শেষে শ্রমিকরা কাল ব্যাচ ধারণ করে কাজে যোগদান করেন।
প্রসঙ্গত, গত ১৯ আগষ্ট নয়াপাড়া চা বাগানের চা শ্রমিক নেতা সুজিত রেলিকে তার কাকাতো ভাই হেলাল রেলির নেতৃত্বে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সুজিত রেলির ছেলে ধনু রেলি বাদি হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।