Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরে উচ্ছেদকৃত ভূমি পুনরায় দখল ॥ ভাড়া নিয়ে সংঘর্ষ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে সরকারের উচ্ছেদকৃত ভূমি আবারো প্রভাবশালীদের দখলে চলে যাচ্ছে। এ নিয়ে হাতাহাতির ঘটনা ঘটছে। সম্প্রতি সরকারের নির্দেশে জেলা প্রশাসন ও সড়ক জনপথ বিভাগের যৌথ উদ্যোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কামড়াপুর বাইপাস থেকে বহুলা পর্যন্ত দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এদিকে উচ্ছেদের কিছুদিন যাবার পর আবারো প্রভাবশালীরা উচ্ছেদকৃত স্থানে ছাপটা ঘর ও বিভিন্ন ছাউনি দিয়ে অস্থায়ী স্থাপনা নির্মাণ করে দখলে নিয়েছে। এসব স্থাপনা কেউ ভাড়া দিচ্ছে, আবার কেউ কেউ নিজেরাই ব্যবসা করছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে নতুন বাস টার্মিনাল এলাকায় মোহনপুরের জহুর আলীর পুত্র পারভেজ মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে সরকারি জায়গার ভাড়া না দেয়ায় ওই এলাকার আকাশ মিয়া ও তার পুত্র হোসাইন মিয়া গংদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পারভেজসহ ৫ জন আহত হয়। খবর পেয়ে সদর থানার এসআই আব্দুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়রা জানান, সরকার অবৈধ স্থাপনা উচ্ছেদের পর আবারো সরকারী জায়গায় আকাশ উদ্দিন ঘর নির্মাণ করে পারভেজকে ভাড়া দিয়ে আসছে। গতকাল ওই সময় পারভেজ ভাড়া দিতে অপারগত প্রকাশ করলে দু’পক্ষের মাঝে সংঘর্ষ হয়। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িছে পড়ে এবং বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করা হয়।