Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে ভাইয়ের বিরুদ্ধে পৈত্রিক সম্পদ আত্মসাতের অভিযোগ

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে পৈত্রিক সম্পদ থেকে বোনকে বঞ্চিত করে পুরো সম্পদ আত্মসাতের অভিযোগ উঠেছে ভাইয়ের বিরুদ্ধে। উপজেলার বহরা ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের দুধ মিয়ার ছেলে ছোয়াব মিয়া (৫২) এর বিরুদ্ধে এ অভিযোগ উত্থাপন করেন জামেনা বেগম। জানা যায়, ওই গ্রামের দুধ মিয়া আউলিয়াবাদ মৌজায় বিভিন্ন দাগে ১ একর ৫ শতক ভূমি এবং ৬ মেয়ে জমিলা বেগম, আহেদা বেগম, অনুফা বেগম, আমেনা বেগম, জামেনা বেগম, আয়েশা বেগম এক পুত্র ছোয়াব মিয়া ও স্ত্রী অলক চাঁনকে সহ ৮ জনকে ওয়ারিশ রেখে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর ছেলে ছোয়াব মিয়া বাকী ৭ জন ওয়ারিশানকে গোপন রেখে সমুদয় সম্পদ প্রতারণা ও জালজালিয়াতির মাধ্যমে তার নামে নাম খারিজ করে নেয়। কন্যা জামেনা খাতুন ও তার স্বামী আব্দুল মন্নান সহ ওয়ারিশরা তাদের পিতার অংশ দাবি করলে ছোয়াব মিয়া ও তার লোকজন দিয়ে তাদেরকে খুন খারাপি করে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার হুমকি দেয় বলে জানান আব্দুল মন্নান। ছোয়াব মিয়ার প্রতারণায় জামেনা বেগম সহ অন্য ওয়ারিশরাও মানবেতর জীবন যাপন করছেন। তারা তাদের পৈত্রিক সম্পদের সুষ্ঠু হিস্যা দাবি করেন।