Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নিউইয়র্কে বৈশাখী মেলায় এটর্নী মঈন চৌধুরী-যুক্তরাষ্ট্রেও বাংলা সংস্কৃতি প্রচার করতে হবে

সংবাদদাতা ॥ যুক্তরাষ্ট্রের প্রাণকেন্দ্র নিউইয়র্কের জ্যাকসন হাইটসে গত ১৪ এপ্রিল সোমবার বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। জেবিবিএ, জ্যাকসন হাইটস বাংলা ক্লাব ও সুর ছন্দের যৌথ উদ্যোগে আয়োজিত মেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলী, সিনেটর হোজে পেরালটা ও যুক্তরাষ্ট্র সুপ্রীম কোর্টের এটর্নী মঈন চৌধুরী। খোলা রাস্তায় ৫ হাজারেরও বেশী দর্শক শ্রোতাদের সমাগমে অনুষ্ঠিত মেলায় স্বাগত বক্তব্যে কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলী প্রবাসে বাংলাদেশীদের কার্যকলাপের প্রশংসা করেন। সিনেটর হোজে পেরেলটা তার বক্তব্যে বাংলাদেশীদের সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। ক্ষতিপূরণ আইন ও ইমিগ্রেশন বিষয়ে অভিজ্ঞ এটর্নী এট ল মঈন চৌধুরী তার বক্তব্যে যুক্তরাষ্ট্রে বাংলা সংস্কৃতির বিকাশ ও প্রচারে আরো বেশী করে কাজ করার অনুরোধ জানান এবং এ ব্যাপারে তার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, এটর্নী মঈন চৌধুরী লাখাই উপজেলার কাটিহারা গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী প্রাক্তন পুলিশ কর্মকর্তা মরহুম আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর সুযোগ্য ছেলে।