Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ জজ কোর্টের প্রধান ফটকের রাস্তার বেহাল দশা

SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জজ কোর্টের প্রধান ফটকের রাস্তায় বেহাল দশায় পরিণত হয়েছে। ‘দেখে মনে হয় এ যেন, রাস্তা নয় জলাশয়’। প্রতিদিন শহরের বেবিস্ট্যোন্ড থেকে ঘাটিয়া বাজার থেকে ওই রাস্তা দিয়ে বিচারক, আইনজীবি, পুলিশ, সরকারী কর্মকর্তা ও কলেজের শিক্ষার্থীরা সহ শত শত লোক বিভিন্ন যানবাহনে চলাচল করছে। আর এখানে এসেই কোন না কোন দূর্ঘটনার শিকার হচ্ছেন। গত ১ বছর আগে এ রাস্তাটি সংস্কার করা হলেও কিছুদিন যেতে না যেতেই এ রাস্তাটির প্রায় ২ কিলোমিটার জুড়ে ভেঙ্গে কানা-কন্দে পরিনত হয়েছে। আইনজীবি আঙ্গুর আলী ও কামাল উদ্দিন সেলিম জানান, এ দেশটি চোরে ভরা, না হলে সরকার কোটি-কোটি টাকা খরচ করে তা সংস্কার করেছিল। কিন্তু রাস্তায় চেপের উপর লেপ দিয়ে কতিপয় ঠিকাদাররা সংশ্লিষ্ট প্রকৌশলীকে ম্যানেজ করে কাজের বিল তুলে নেয়। যার ফলে রাস্তায় এ বেহাল দশা হচ্ছে। গতকাল মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, জজ কোর্টের প্রধান ফটকের সামনে বিশাল বড় গর্ত এ ছাড়া বেবিস্ট্যান্ড এলাকা থেকে শুরু করে বৃন্দাবন কলেজ, রাজনগর মহিলা কলেজ থেকে, পিটিআই রোড, ঘাটিয়া বাজারসহ ভিবিন্ন এলাকা ভেঙ্গে গর্ত সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলেই এসব গর্ভে হাটু পানি লেগে থাকে আর এ কারনে জনসাধারনের চলাচলে ব্যঘাত লেগেই থাকে।