Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গের এক মহিলাকে বিদেশ পাঠানোর নামে পাচারের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ বিদেশ পাঠানোর নামে আমিরুন বেগম নামে এক মহিলাকে পাচারের অভিযোগ এনে মানব পাচার আইনে মামলা দায়ের করা হয়েছে। বানিয়াচং উপজেলার কুর্শা খাগাউড়া গ্রামের মোঃ আবু বক্কর ছিদ্দিক বাদী হয়ে গত ১ আগষ্ট আদালতে মামলাটি দায়ের করেন।
মামলায় তিনি উল্লেখ করেন, নবীগঞ্জ উপজেলার বড় আলীপুর গ্রামের আমির আলীর পুত্র সুলতান মিয়া ও জলাই মিয়ার পুত্র মোঃ আতাউর মিয়া পূর্ব পরিচয়ের সুবাধে বাদী ছিদ্দিকের বাড়ি আসা যাওয়া করতো। এরা ২০ হাজার টাকা বেতনে কাতারে গৃহকর্তীর ভিসা আছে জানিয়ে ছিদ্দিকের স্ত্রী আমিরুন বেগমকে বিদেশ পাঠানোর অনুরোধ জানায়। এক পর্যায়ে ছিদ্দিক রাজি হলে ৫০ হাজার টাকায় বিনিময়ে আমিরুনকে কাতার পাঠাতে সম্মত হয় সুলতান ও আতাউর। সে অনুযায়ী গত ১০ মে ছিদ্দিক তার স্ত্রীকে কাতার পাঠানোর জন্য নগদ ৫০ হাজার টাকা ও ছবি তাদের হাতে তুলে দেন। কিছুদিন পর ভিসা এসে গেছে বলে এরা। পরে বিদেশ পাঠানোর জন্য সিলেট নিয়ে যায় এবং ১৬ জুন সিলেট থেকে ফ্লাইটে কাতার না পাঠিয়ে ওমান পাটিয়ে দেয়। ছিদ্দিকের স্ত্রী আমিরুন ফোনে তাকে ওমান পাঠানোর জানিয়ে বলে তাকে পতিতালয়ে বিক্রি করে দিয়েছে। এদিকে গত ২৫ জুলাই আমিরুনকে ওমান থেকে দেশে ফিয়ে আনার অনুরোধ জানায় বাদী ছিদ্দিক। এ সময় অভিযুক্তরা তাকে ফিরিয়ে এনে দিতে আরো ৮০ হাজার টাকা দাবী করে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছিদ্দিককে তাদের বাড়ি থেকে বের করে দেয়।
এর আগে ২০১৬ সনে আরশ বিবি নামে অপর এক মহিলা বাদী হয়ে সুলতান মিয়ার বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা দায়ের করেন।