Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শ্রীমঙ্গলে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সভা

শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পল্লী চিকিৎসকদের ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে শহরের সাগরদিঘি সড়কের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব হল রুমে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন ও বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সহযোগিতায় সভার আয়োজন করে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব। সভায় প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক।
সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের অবসর প্রাপ্ত স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, মেডিকেল অফিসার ডা. সাদ আহমেদ, বিএমএফ শ্রীমঙ্গল শাখার সদস্য ডা. নাজিম আল কোরাশী।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি সিলেট বিভাগীয় সভাপতি ভুপেন্দ্র রায়, শ্রীমঙ্গল সভাপতি রাধাকান্ত দাস, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস এম আজাদুর রহমান, সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী প্রমুখ।
ডেঙ্গু বিষয়ক এই সভায় ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখা সহ বিভিন্ন বিষয়াদি আলোচনা করা হয়।