Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কাশ্মিরী মুসলমানদের অধিকার অবিলম্বে ফিরিয়ে দিন ॥ আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদ

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত শুক্রবার বাদ জুমা কোর্ট মসজিদ প্রাঙ্গনে আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদ, হবিগঞ্জ পৌর শাখার উদ্যোগে ভারতের কাশ্মিরী মুসলমানদের স্বাধীনতা তথা স্বায়ত্ত শাসন কেড়ে নেওয়া ও মসজিদ সমূহে জুমা ও ঈদের নামাজ পড়তে বাধা দেওয়ার প্রতিবাদে এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জুমার দিনে বৈরী আবহাওয়াকে উপাে করে ঈমানী চেতনা নিয়ে শহরের প্রত্যেক মসজিদ ও মাদ্রাসা থেকে হাজারো মুসল্লীগণ সমাবেশস্থলে উপস্থিত হন। অধ্যক্ষ গোলাম সরওয়ার ও কাজী মাওঃ এম.এ জলিল এর সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অত্র সংগঠনের জেলা সহ-সভাপতি আলহাজ্ব মাওঃ ফরিদ আহমদ, কেন্দ্রীয় ঈদগাহের খতিব মাওঃ গোলাম মোস্তফা নবীনগরী, বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওঃ আলমগীর হোসাইন সাইফী, কোর্ট জামে মসজিদের ইমাম মাওঃ মুজিবুর রহমান, আহলে সুন্নাত ওয়াল জামায়াত হবিগঞ্জ এর মহাসচিব মাওঃ শেখ শহিদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাউছার আহমেদ রুবেল প্রমুখ নেতৃবৃন্দ।
বক্তাগণ বলেন- বিগত ৭৩ বছর যাবত ভারতের সংবিধানের ক্ষমতাবলে কাশ্মিরী মুসলমানগণ স্বায়ত্ত শাসনের মাধ্যমে নিজেদের ভূখন্ডে ধর্মকর্ম সম্পাদন করে আসছেন। হঠাৎ করে তা রহিতের মাধ্যমে তাদেরকে স্বাধীনভাবে ধর্মকর্ম চালিয়ে যেতে বাধা প্রদান করা হচ্ছে। মসজিদ সমূহে জুমা ও ঈদের নামাজ পড়তে দেওয়া হচ্ছে না। মুসলিম নর-নারীর উপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে। জাতিসংঘের মাধ্যমে কাশ্মির ইস্যুর দ্রুত সমাধানের দাবী জানিয়ে বক্তারা সারাবিশ্বের মুসলমানদের নিয়ে ভারতের কট্টরপন্থী মোদি সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান।