Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরে পাম্পে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বর-বরযাত্রীসহ আহত ৩০

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পোদ্দার বাড়ী পেট্টোল পাম্পে জামাই ও বরযাত্রীবাহী গাড়ীর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে মহিলা শিশুসহ ৩০ বরযাত্রী আহত হয়েছে। তবে আহত অবস্থায়ই বিয়ের লগ্ন পেরিয়ে যাবার আগে বর বিয়ের আসরে পৌছুতে সক্ষম হন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে।
আহত সুত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের কাটাখালি গ্রামের প্রণব চন্দ্র রায়ের সাথে গতকাল বিয়ের দিন ধার্য্য হয় আজমিরীগঞ্জ উপজেলার রাজিবপুর গ্রামের নিখিল চন্দ্র রায়ের কন্যা মালতী চন্দ্র রায়ের। গতকাল ৫টি নাভানা মাইক্রোবাস নিয়ে জামাইসহ বরযাত্রীরা আজমিরীগঞ্জের উদ্যেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে জামাই ও বরযাত্রীবাহী দুটি গাড়ির গ্যাস ফুরিয়ে গেলে ওই গাড়ি দুটি পাম্পে গ্যাস নেয়ার সময় তাদের সাথে থাকা হারিকেনের আলো থেকে গ্যাস বিস্ফোরণ হয়ে গাড়িটি দুমড়ে-মুচড়ে গিয়ে ৩০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় গীতা রানী দাস, সুবর্ণা দাস, দুলাল পাল, বিপুল পাল, হৃদয় দাস, বাসন্তী রাণী দাস, স্বর্ণা রাণী দাস, সাগর দাস, কল্পনা রানী দাস, গাড়ী চালক লিটন ও হাবিবকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। তবে আহত বর প্রণবের শেরওড়ানী আগুনে পুড়ে গেলেও সামান্য চিকিৎসা নিয়ে বিয়ের লগ্ন পেরিয়ে যাবার আগে বিয়ের বহর নিয়ে পুনরায় রওনা হন। তবে বরযাত্রীদের অভিযোগ যদি গ্যাস নেবার সময় তাদের নামিয়ে দেয়া হত তাহলে এ দুর্ঘটনা থেকে তারা রক্ষা পেতেন।