Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ভিজিএফ এর চাউলে পূরণ হয়নি চাহিদা মেয়র মিজানের ব্যাক্তিগত উদ্যোগে ৫শ দরিদ্র পরিবারের মাঝে চাউল বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ ঈদ উপলক্ষে সরকার দরিদ্র লোকজনের মাঝে স্পেশাল ভিজিএফ কর্মসূচিতে চাউল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার হবিগঞ্জ পৌর এলাকার সকল ওয়ার্ডেই সকাল থেকে বিকেল পর্যন্ত এই চাউল বিতরণ করা হয়। কিন্তু এই চাউল বিতরণের পরও অনেক দরিদ্র লোকজন পায়নি কার্ড। কার্ড ছাড়াই তারা লাইনে দাড়ালেও শেষে ফিরে আসে ব্যর্থ মনোরথে। বিষয়টি নজরে আসে হবিগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়র মিজানুর রহমান মিজানের। তাৎক্ষণিক তিনি এই বঞ্চিতদেরকে পাশে থাকার ঘোষনা দেন। বিভিন্ন ওয়ার্ড ও এলাকার মুরুব্বিয়ানদের মাধ্যমে এই বঞ্চিতদের তালিকা তৈরি করা হয়। এভাবে নাম পাওয়া যায় ৫শ জনের। পরে শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হবিগঞ্জ পৌর ভবনে এই ৫শ দরিদ্র লোকের হাতে তুলে দেয়া হয় চাউল। এই চাউল প্রদান করা হয় মেয়র মিজানুর রহমান মিজানের ব্যাক্তিগত তহবিল থেকে। দরিদ্র লোকজন এই চাউল হাতে পেয়ে আনন্দ মনে বাড়ী ফিরেন। এ ব্যাপারে মেয়র মিজানুর রহমান মিজান বলেন, সরকারী বরাদ্ধের চাউল আমরা কাউন্সিলারদের নিয়ে তালিকা করে বিতরণ করি। কিন্তু সরকারীভাবে যে বরাদ্ধ আসে তা এই শহরের দরিদ্র লোকজনের জন্য পর্যাপ্ত নয়। ঈদের পূর্বে দরিদ্র লোকজন যখন চাউল না পেয়ে হতাশ হয় তখন আমি ব্যাক্তিগতভাবে তাদেরকে চাউল বিতরণের ব্যবস্থা করেছি। তালিকা তৈরিতে সহযোগিতা করার জন্য সকল এলাকার মুরুব্বিয়ানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।