Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের কাজীগঞ্জ বাজার ময়মনা কমিউনিটি সেন্টারে ॥ বিবাহ রেজিষ্ট্রেশনে বড় ভাকৈর ইউনিয়নের কাজীকে বাধা দিচ্ছেন ইনাতগঞ্জের কাজী

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ২নং পূর্ব বড় ভাকৈর ইউনিয়নে নিয়োজিত কাজী মাওঃ গোলজার আহম্মদকে ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের কাজী মোঃ ছলিম উদ্দিন বেআইনীভাবে হয়রানী করছেন বলে অভিযোগ উঠেছে। প্রকাশ, সরকারী ভাবে প্রতিটি ইউনিয়নে একজন করে কাজী নিয়োগ দেওয়া হয়। নিয়মানুযায়ী প্রত্যেক কাজী স্ব-স্ব ইউনিয়নের বাহিরে কোথায়ও কোন বিবাহের কাবিননামা/তালাকনামা রেজিষ্ট্রেশন করতে পারবেন না। অভিযোগ রয়েছে ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের কাজী মোঃ ছলিম উদ্দিন নিয়ম ভঙ্গ করে ২নং পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের আওতাভুক্ত কাজীগঞ্জ বাজারস্থ ময়মনা এন্ড গ্রান্ড সন্স কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বিবাহ অনুষ্ঠানে গিয়ে ওই ইউনিয়নের কাজী মাওঃ গোলজার আহম্মদকে বিবাহ রেজিষ্ট্রেশনে বাধা প্রদান করেন। ইনাতগঞ্জ ইউনিয়নের কাজী মোঃ ছলিম উদ্দিন উক্ত বিষয়ে গত ২০১৩ সনে ৯৩নং স্বত্ব মামলা ও ২০১৪ সনে ৫৪নং স্বত্ব মামলা হবিগঞ্জ সহকারী জজ আদালতে দায়ের করলে বিজ্ঞ আদালত মামলা ২টি একত্রিত করে শুনানীর শেষে কাজী মোঃ ছলিম উদ্দিনের দায়ের করা মামলাদ্বয় ডিসমিস করে দেন। পরবর্তীতে মামলার বাদী কাজী মোঃ ছলিম উদ্দিন উক্ত আদেশের বিরুদ্ধে বিজ্ঞ হবিগঞ্জ জেলা জজ আদালতে টিএ-১৪৫/১৮ আপিল মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত ওই মামলাটিও খারিজ করে দেন।
অভিযোগ উঠেছে আদালত প্রদান করলেও ইনাতগঞ্জ ইউনিয়নের কাজী মোঃ ছলিম উদ্দিন পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের কাজী মাওঃ গোলজার আহম্মদকে কাবিননামা/ তালাকনামা রেজিষ্ট্রেশনে বাধা সৃষ্টি করে আসছেন। যার ফলে এলাকার জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় কাজী মোঃ ছলিম উদ্দিন বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানিয়ে কাজী ছলিমের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে কাজী মাওঃ গোলজার আহম্মদ।