Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ পৌর এলাকার ৭২টি মসজিদের খতিব ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি ভাতা বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি ॥ পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে হবিগঞ্জ পৌরএলাকার ৭২ টি মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি ভাতা দিয়েছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল বুধবার সকালে পৌরসভার সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সম্মানী ভাতা বিতরণ করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান। সভাপতির বক্তব্যে মেয়র মিজানুর রহমান বলেন, ‘খতিব, ইমাম ও মুয়াজ্জিনরা আল্লাহ তা’য়ালার প্রিয় বান্দা।’ তিনি বলেন ‘আপনাদের সহযোগিতা ও পরামর্শ নিয়ে এই পৌরসভাকে ঢেলে সাজাতে চাই।’ মেয়র ডেঙ্গুজ্বরের ভয়াবহতামুক্ত হতে জু’মার খুৎবাতে জনসচেতনতা সৃষ্টিতে আলোচনা করতে খতিব ও ইমামদের প্রতি অনুরোধ জানান। তিনি তাদের আলোচনায় পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে এবং ড্রেনে অথবা যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা হতে বিরত থাকতে জনগণ অনুপ্রানিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সম্মানী বিতরণ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন হতে তেলওয়াৎ করেন মাওলানা খালেদ সাইফুল্লাহ। সভায় আরো বক্তব্য রাখেন হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের খতিব মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী। আলোচনা শেষে হবিগঞ্জ পৌরবাসী, পৌরপরিষদ, কর্মকর্তা-কর্মচারী তথা দেশবাসীর কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর শেখ মোঃ উম্মেদ আলী শামীম। অনুষ্ঠান শেষে হবিগঞ্জ পৌরসভার ৭২ টি মসজিদের ১৩ জন খতিব, ৭২ জন ইমাম ও ৫৭ জন মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান করা হয়। পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে খতিব ও ইমামদের ৪ হাজার টাকা করে এবং মুয়াজ্জিনদের ২ হাজার টাকা করে সম্মানী ভাতা দেয়া হয়।