Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ ও মাধবপুরে পুকুরে ডুবে ৩ শিশুর করুণ মৃত্যু

ছনি চৌধুরী, নবীগঞ্জ ও মাধবপুর প্রতিনিধি ॥ নবীগঞ্জ ও মাধবপুরে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হচ্ছে, নবীগঞ্জ উপজেলার জন্তরী গ্রামের জসিম উদ্দিনের কন্যা তামান্না আক্তার (৩), সদর ইউনিয়নের দত্তগ্রামের মিজানুর রহমানের ছেলে আব্দুর রহমান (২) এবং মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের সমজদিপুর গ্রামের ওমান প্রবাসী তাজুল ইসলামের মেয়ে তাহমিনা আক্তার (৩)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালের দিকে নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের জন্তরী গ্রামের জসিম উদ্দিনের কন্যা তামান্না আক্তার (৩) পরিবারের সকলের অগোচরে বাড়ীর পাশের পুকুরে পড়ে যায়। বাড়ীর লোকজন অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। এক পর্যায়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
অপরদিকে একই উপজেলার সদর ইউনিয়নের দত্তগ্রামের মিজানুর রহমানের ছেলে আব্দুর রহমান (২) পরিবারের সকলের অগোচরে বাড়ীর নিকটে একটি পুকুরে পড়ে যায়। অনেক্ষণ খোঁজাখুঁজির পর পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক গৌতম কুমার দুই শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন ।
এছাড়া, মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের সমজদিপুর গ্রামের ওমান প্রবাসী তাজুল ইসলামের মেয়ে তাহমিনা আক্তার গতকাল মঙ্গলবার দুপুরের দিকে খেলাধূলার এক পর্যায়ে বাড়ির সকলের অগোচরে পুকুরে ডুবে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর এক পর্যায়ে তাকে পুকুরের পানি থেকে উদ্ধার করা হয়। পরে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ৩ শিশুর পরিবারসহ স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।