Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বেকারদের কর্মসংস্থানের সুযোগ দিয়েছে সিএনজি-মোতাচ্ছিরুল ইসলাম

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম বলেছেন, অসংখ্য বেকার মানুষের কর্মসংস্থার সৃষ্টি করেছে সিএনজি (অটো রিক্সা)। তাদের পরিবারে ফিরে এসেছে স্বচ্ছলতা। তবে তাদের সতর্কতার সাথে যাত্রীসেবা দিতে হবে। যাতে মানুষের জানমালের কোন প্রকার ক্ষতি না হয়।
তিনি বলেন, আমি আপনাদের সাথে অতীতেও ছিলাম, বর্তমানেও আছি আর ভবিষ্যতেও থাকব। কিন্তু আমার মান সম্মান নষ্ট হয় এমন কোন কাজ কেউ করবেন না। মনে রাখবেন সেবাই করেই জীবিকা নির্বাহ করতে হবে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হবিগঞ্জ জেলা সিএনজি মালিক সমিতির উদ্যোগে মালিক ও শ্রমিকদের মাঝে ঈদ সমাগ্রী উপহার প্রদানকালে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর তালুকাদেরর পরিচালনায় গতকাল বিকালে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি মোঃ গুনু মিয়া, নজরুল সিদ্দিকী, সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রউফ, ফজলে রাব্বী রাসেল, কোষাধ্যক্ষ মোঃ কামাল হোসেন পারভেজ, দপ্তর সম্পাদক সফিকুল ইসলাম কামাল, মোঃ ফুল মিয়া, মোঃ মোশাহিদ মিয়া, মোঃ এনাম মিয়া, মোঃ মস্তু মিয়া। শ্রমিক সংগঠনের সভাপতি মোঃ শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক তানভির আহমেদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক ছোট জুয়েল মিয়া, কোষাধ্যক্ষ মোঃ কামাল মিয়া।