Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে কৃষকদের আর্তনাদ ॥ মাত্র ১৫ মিনিটের শিলা বৃষ্টিতে ১০ হাজার একর জমির ফসল মিশে গেছে মাটিতে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে শিলাবৃষ্টিতে উঠতি ইরি বোরো ফসল মাঠিতে মিশে গেছে। মাত্র ১৫মিনিটের এই শিলা বৃষ্টি কেড়ে নিয়েছে প্রায় ১০ হাজার একর জমির ফসল। যেটুকু অবশিষ্ট আছে তা-ও কাটার মত অবস্থা নেই। ফসল হারিয়ে কৃষকরা পাগল প্রায় হয়ে গেছে। তাদের বুক ভাঙ্গা আর্তনাদে হাওরের বাতাস ভারি হয়ে উঠেছে। গতকাল বিকাল তখন ৩ টা। হঠাৎ আকাশ অন্ধকার হয়ে যায়। শুরুবৃষ্টি। কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পরপরই শুরু হয় শিলাঝড়। চলে প্রায় ১৫মিনিট। শিলাঝড় শেষ হতে না হতেই কৃষকরা দল বেঁেধ ছুটে চলেন ফসল দেখতে। জমির কাছে গিয়ে যা দেখা যায় তা অনেকটা অবিশ্বাস্য। ছড়ায় ধান নেই, ঠায় দাড়িয়ে আছে ধান গাছ। মাত্র ১৫মিনিটে শিলাবৃষ্টি কৃষকের স্বপ্নসাধ তছনছ করে দিয়েছে। সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে হার্নি পুরাতন বন্দ, হার্নি নতুন বন্দ, চিতা হলদী, বুড়ারবন, ভাড়েরা, পুরানবন, বড়গুলিয়া, হরমানিয়া হাওর , চানকোনা, সীমের আইল, বল্লী, নছিবপুর, ফিজরাবাদ, পুকুড়পাড়, কদমতলা, মক্রমপুরের হাওর, বিথঙ্গল, চাতলবন, নলাইরবন, বগীরবন, চমকপুর, বাতাকান্দি, আজমিরীগঞ্জ, কাহাইলছেওসহ অধিকাংশ হাওর। কৃষক তাহের মিয়া, সাহেদ আলী, তোফাজ্জ্বল মিয়া, ইলাছ মিয়া, সেবুল মিয়া, শামীম, খালেক মিয়াসহ অধিকাংশ কৃষক এ প্রতিবেদককে জানান, তাদের জমির ধান সম্পূর্ন পাঁকা থাকার পরও ধান কাটার শ্রমিকের অভাবে ধান কাটানো সম্ভব হয়নি। শিলা ঝড়ে ধানগুলো ঝরে যাওয়ার পর জমিতে বর্তমানে যে ধান আছে সেগুলো কাটানো হলে শ্রমিকের মজুরিই আসবে না। এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনীর উদ্দিন এ প্রতিনিধিকে জানান, মাঠ পর্যায়ে ক্ষতির পরিমাণ নিরূপন করার জন্য উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাদের ইতিমধ্যে নির্দেশ হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের যতটুকু সহযোগিতা করা প্রয়োজন প্রশাসনের পক্ষ থেকে তা করা হবে বলে তিনি জানান।