Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে পুলিশের বাড়ীতে ডাকাতির চেষ্টা ॥ আটক ৪

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার মিরপুরে এক পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতির চেষ্টাকালে ৪ ডাকাতকে আটক করে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী।
মঙ্গলবার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের তিতারকোনা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল, হবিগঞ্জ সদরের রায়ধর গ্রামের তোফাজ্জ¦ল মিয়া (২২), একই গ্রামের নয়ন মিয়া (২০), চুনারুঘাট উপজেলার শানখলা গ্রামের সবুজ মিয়া (২২) ও বাহুবল উপজেলার তিতারকোনা গ্রামের রুহুল আমিন (২১)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেটে কর্মরত পুলিশ সদস্য এম.এ হামিদের বাড়ির সামনে রাত আড়াইটার দিকে চার ডাকাতকে ঘুরাঘুরি করতে দেখেন একই গ্রামের সিএনজি অটোরিক্সা চালক ছাহেব আলী। পরে গ্রামের লোকজনদের সাথে নিয়ে ডাকাতদের আটক করে বসির মুরুব্বীর বাড়িতে নিয়ে যায়। এ সময় ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তারা পালাতে পারেনি। তাদের সাথে থাকা পাউডার ও তালা ভাঙ্গার সরঞ্জামাধী ধান ক্ষেতে ফেলে দেয় তারা। গ্রামবাসীর কাছে তারা স্বীকার করে, পুলিশ সদস্যের বাড়িতে থাকা মাইক্রোবাস, সিএনজি নিতে বাড়িতে প্রবেশ করছিল।
খবর পেয়ে বাহুবল মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে চার ডাকাতকে আটক করে থানায় নিয়ে আসে।
বাহুবল মডেল থানার সেকেন্ড অফিসার এসআই জহির মিয়া জানান, গ্রামবাসী তাদের সন্দেহজনকভাবে আটক করেছে। তারা ডাকাত নয়, তবে প্রাথমিকভাবে তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা চোর। জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান তিনি।