Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে ডাক্তারসহ ৩ ডেঙ্গু রোগী শনাক্ত

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলায় ডেঙ্গু জ্বর আতঙ্ক বিরাজ করছে। গত তিন দিনে ২৫ জনের রক্ত পরীক্ষা করে একজন ডাক্তারসহ ৩ জনের ডেঙ্গু পজেটিভ ধরা পড়ে। তারা এখন সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মাধবপুর তিতাস শিশু ও জেনারেল হাসপাতালের এমডি আশেদুল হক জিন্টু এর সত্যতা নিশ্চিত করেছেন। গত শুক্রবার এ হাসপাতালটিতে ডেঙ্গু রোগ শনাক্তকরণ মেশিন আনা হয়। এরপর গত তিন দিনে ২৫ জন জ্বর নিয়ে এ হাসপাতালে আসলে তাদের পরীক্ষা নিরীক্ষা করে ডেঙ্গু পজেটিভ পাওয়া যায়। ডেঙ্গুতে আক্রান্তরা হলেন ভারতীয় নাগরিক দিলীপ কুমার পাল।
মেয়ের জামাতা পৌরশহরের কাটিয়ারা গ্রামের রিপন পালের বাড়িতে বেড়াতে এসে ঢাকায় চিকিৎসার জন্য কয়েকদিন অবস্থান করেন। মাধবপুরে ফিরে আসলেই জ্বরে আক্রান্ত হয়। মাধবপুরে পরীক্ষা করলেই ডেঙ্গু ধরা পড়ে।
তিতাস হাসপাতালের গেষ্ট ডাক্তার মিলাদুর রহমান জ্বর আক্রান্ত হলে তার শরীর পরীক্ষা করে ডেঙ্গু পজেটিভ পাওয়া যায়। ওমর ফারুক (১৮) ঢাকায় চাকুরী করেন। বাড়িতে এসে জ্বরে আক্রান্ত হয়। পরীক্ষা করে ডেঙ্গুর পজেটিভ ধরা পড়ে। তারা ৩ জনই সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এএইচএম ইশতিয়াক মামুন এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আতঙ্কিত হওয়ার কিছু নেই। মাধবপুরে কোন ডেঙ্গু রোগী নেই। ট্রাভেলিংয়ের মাধ্যমে আক্রান্ত হতে পারে। তবে এ ব্যাপারে সচেতন থাকতে হবে।