Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে মৎস্য খামারের পানি নিষ্কাশনের পাইপ দিয়ে ২ লাখ টাকার মাছ চলে গেছে খালে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের মৎস্য খামারের পানি নিষ্কাশনের পাইপের মুখ শত্র“তা বশত কে বা কারা খুলে দিয়েছে। এতে খামার থেকে প্রায় ২ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ পার্শ্ববর্তী খালে চলে গেছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বাউশা ইউনিয়নের হরিধরপুর গ্রামের মোঃ মোদাব্বির হোসেন মাষ্টারের পুত্র মোঃ মোতাহার হোসেন প্রায় ১০ বিঘা জমির উপর একটি করেন। ওই খামারে রুই, কাতলা, মৃগেল, গনিয়া, সিলভার, ব্রিগেট সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন মোতাহার। খামারে অতিরিক্ত পানি নিস্কাশনের জন্য একটি পাইপ রয়েছে। ওই পাইপের মুখটি বন্ধ করে রাখা হয়। গত ১৮ জুলাই রাত প্রায় সাড়ে ১২ টার দিকে কে বা কারা খামারের পানি নিষ্কাশনের ওই পাইপের মুখটি খুলে দেয়। এতে ওই পাইপ দিয়ে বিভিন্ন প্রজাতির মাছ পার্শ্ববর্তী খালে চলে যায়। এতে খামারীর প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।