Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে টানা বৃষ্টিতে মারাত্মক জলাবদ্ধতা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে গত দুই দিনের টানা বৃষ্টিতে মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহরের প্রধান প্রধান সড়কের বিভিন্ন অংশসহ অলিগলি বৃষ্টির পানিতে নিমজ্জিত হয়েছে। অনেক এলাকার বাসাবাড়ি ও দোকানপাটে পানি প্রবেশ করেছে। বিশেষ করে জেলা প্রশাসকের বাসভবন, পুলিশ সুপারের বাসভবন, ইনাতাবাদ, চৌধুরী বাজার, পুরাণ বাজার, নারিকেল হাটা, কর্মকার পট্টি, নিউ মুসলিম কোয়ার্টার, মাস্টার কোয়ার্টার, স্টাফ কোয়ার্টার, উত্তর শ্যামলী, সার্কিট হাউজ রোড, সার্কিট হাউজ চত্ত্বর, পুরাতন বাসস্ট্যান্ড এলাকা, পানি উন্নয়ন বোর্ড কার্যালয় এলাকা, সবুজবাগ, চিড়াকান্দি, বেবীস্ট্যান্ড এলাকা, কালিবাড়ি ক্রস রোড এলাকায় মারাত্মক জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন শিক্ষার্থীসহ চাকরীজীবী ও শ্রমজীবী মানুষ। ভুক্তভোগীরা অভিযোগ জানান, অপরিচ্ছন্ন ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারনে অল্প বৃষ্টিতেই এমন জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ ছাড়া বিভিন্ন স্থানে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা তৈরির কারনেও জলাবদ্ধতা থেকে রেহাই পাওয়া যাচ্ছে না।