Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতি ইনকের ঈদ পুনর্মিলনী ও স্পেশালাইজড স্কুলে সুযোগ পাওয়া সন্তানদের সম্মাননা

প্রেস বিজ্ঞপ্তি ॥ যুক্তরাষ্ট্রস্থ হবিগঞ্জ জেলা সমিতি ইনকের উদ্যোগে গত ৩০ জুন ঈদ পুনর্মিলনী ও স্পেশালাইজড স্কুলে সুযোগ পাওয়া হবিগঞ্জ জেলার সন্তানদের সম্মাননা প্রদান করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে তাদের চেক প্রদান করা হবে। বনভোজন কমিটির আহবায়ক ছিলেন তাজুল ইসলাম মানিক, প্রধান সমন্বয়কারী সাবেক সভাপতি আশিকুর রহমান, সদস্য সচিব ছিলেন ফয়সল আহমেদ। বনভোজনে হবিগঞ্জ জেলার বিপুল সংখ্যক হবিগঞ্জ জেলাবাসী অংশগ্রহণ করেন। মধ্যাহ্ন ভোজের পুর্বে এক আকষ্মিক ঝড় অংশগ্রহনকারীদের ভীতির সঞ্চার হয়। অত্যন্ত সুশৃংখল এ আয়োজনে ছিল স্বত:স্ফুর্ততা। আহবায়ক তাজুল ইসলাম মানিক ও তার সহধর্মিনীর হাতের তৈরী নাস্তায় ছিল রুটি, ভাজি, স্যান্ডউইচ, কলা। বাচ্চাদের জন্য ছিল হঁট গড। ঝড়ের পর দুপুরের খাবার ছিল বেশ রুচিসম্মত। আহ্বায়ক আনীত বড় ডেগচিতে হবিগঞ্জের শুটকী তরকারী ছিল সুস্বাদু। বিকেলে ছিল পায়েস, তরমুজ ঝালমুড়ি ইত্যাদি। বনভোজনে ছিল ছোট বড়দের বিভিন্ন প্রকার খেলাধুলা এবং আকর্ষণীয় পুরস্কার। হবিগঞ্জের বিভিন্ন মুরুব্বী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সাবেক শিক্ষা অফিসার রুকেয়া ভানু এবং নুরপুর আদর্শ স্কুলের হেডমাস্টার আমীর ফারুখ তালুকদার, মীর আব্দুল লতীফ, জকীউদ্দীন চৌধুরী, শাব্বীর কাজী আহমেদ, আলমগীর মিয়া। সার্টিফিকেট প্রদান করা হয় মেধাবী ছাত্র ছাত্রীদের।
র‌্যাফেল ড্র-তে ছিল দু’টি ৫৫ইঞ্চি স্মার্ট টিভি, দুইটি ল্যাপটপ সহ বিভিন্ন প্রকার ৮টি পুরস্কার প্রদান করা হয়।
বনভোজনে হবিগঞ্জের মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান অসীম চৌধুরী সহ বিভিন্ন সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। এর মধ্যে উল্লেযোগ্য হচ্ছেন-এডভোকেট নাছির উদ্দিন, হবিগঞ্জ কল্যাণ সমিতির সভাপতি শেফাজ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রেজাউল ভুইঞা, চুনারুঘাট সমিতির সভাপতি শাহ মোঃ সাদেক, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, নবীগঞ্জ সমিতির সভাপতি সাব্বির হোসেন। আহ্বায়ক তাজুল ইসলাম মানিক, প্রধান সমন্বয়কারী আশিকুর রহমান, সভাপতি দেওয়ান বজলু চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ এম নোমান, নাজিম হোসেন, শাহ মো: তৌফিক, শাহ মো: সাদেক, সদস্য সচিব ফয়সল আহমেদ (বাহুবল), মিয়া মো: আছকির, আবুল কালাম, আবুল কাশেম, এ, কে, জয়, ফয়সল (মাধবপুর) পারভেজ খান, মোশাররফ চৌধুরী, কায়েস চৌধুরী, শাহীনুল ইসলাম সহ অন্যান্যদের ঐকান্তিক প্রচেষ্টায় সুন্দর ও সুশৃংখলভাবে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।