Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে বিজনা মৎস্যজীবি সমবায় সমিতির বিরুদ্ধে স্বাক্ষর জাল করার অভিযোগ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বিজনা মৎস্যজীবি সমবায় সমিতির বিরুদ্ধে জাল স্বাক্ষর করে এবং না জানিয়ে জলমাহাল ইজারা ডাকে অংশগ্রহণ করার অভিযোগে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা জলমহাল ব্যবস্থা কমিটির সভাপতি তৌহিদ-বিন হাসানের বরাবর অভিযোগ দায়ের করেছে বিজনা মৎসজীবি সমবায় সমিতির ১৩ জন সদস্য। গত বৃহস্পতিবার সমিতির সদস্য কিম্মত, রোহেলসহ ১৩ জন সদস্য এই অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, বিজনা মৎসজীবি সমবায় সমিতির সদস্য হওয়া সত্ত্বেও অভিযোগকারীদের না জানিয়ে তাদের স্বাক্ষর জালিয়াতি করে সমিতির অন্যান্য সদস্যরা জলমহাল ইজারা ডাকে অংশ নেয়। ইজারা ডাকের বিষয়ে কিছু তারা জানেনা বলেও উল্লেখ করা হয়। এছাড়াও জলমহাল সংক্রান্ত কোনো জটিলতায় জড়াতে চান না দাবী করে অভিযোগে আরো বলা হয় ক্ষতিপয় মহল বছরের পর বছর ধরে তাদেরকে কোনো ধরণের মুনাফা না দিয়ে জলমহাল ভোগ করে আসছে। তাই জলমহাল ইজারায় অভিযোগকারী সমিতির সদস্যরা অংশ গ্রহণ করতে রাজি নয় বলেও উল্লেখ করেন। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা জলমহাল ব্যবস্থা কমিটির সভাপতি তৌহিদ-বিন হাসানের হস্তক্ষেপ কামনা করেন অভিযোগকারীরা।