Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা চত্বরে কিশলয় জুনিয়র হাই স্কুল মাঠে মেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আব্দুল আউয়াল, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা কৃষক লীগের সভাপতি মাস্টার মখলিছুর রহমান, যুব উন্নয়ন অফিসের জহিরুল ইসলাম, কৃষক জালাল উদ্দিন প্রমুখ। সভা পরিচালনা করেন উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেলিম মিয়া। মেলায় প্লাণ্ট ডাক্তার ক্লিনিক, বীজ সংরক্ষণ প্রযুক্তি, ভাসমান বেডে সবজি উৎপাদন প্রযুক্তি, নিরাপদ ফসল উৎপাদন প্রযুক্তি, আদর্শ বসতবাড়ি খামারজাত সার উৎপাদন প্রযুক্তি, ফসলের নিবিড়তা বৃদ্ধি প্রযুক্তি, পাহাড়ি জমি চাষাবাদ প্রযুক্তি প্রভূতি প্রদর্শনী স্টল স্থান পেয়েছে।