Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে যৌথ ব্যবসার নামে প্রতারণা ॥ শহরের ব্যবসায়ী মতিন খান গ্রেফতার

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে যৌথ ব্যবসার নামে প্রতারণা করে ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শহরের ব্যবসায়ী ও ঠিকাদার আব্দুল মতিন খানকে গতকাল মঙ্গলবার বেলা আড়াইটায় তার নিজ বাসা থেকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। জানা যায়, নবীগঞ্জ সদর ইউনিয়নের গুজাখাইর গ্রামের বাসিন্দা শহরের বিশিষ্ট ব্যবসায়ী আহমেদ পোলট্রি ফার্মের মালিক জাকির হোসেন বুলু গতকাল মঙ্গলবার একই উপজেলার বাউসা ইউনিয়নের পশ্চিম নাদামপুর গ্রামের বাসিন্দা শহরের ব্যবসায়ী ও ঠিকাদার মোজাহিদ খান ও তার ছোট ভাই মতিন খানের বিরুদ্ধে যৌথ ব্যবসার নামে প্রতারণা করে তার ও তার ভায়রা তাজুল ইসলাম গেদু মিয়ার কাছ থেকে ৬ লাখ টাকা নিয়ে আত্মসাতের অবিযোগ এনে মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে নবীগঞ্জ থানায় এসআই আরিফ একদল পুলিশ নিয়ে নাদামপুরস্থ তার নিজ বাসা থেকে মতিন খানকে গ্রেফতার করেন। মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ২৮ সেপ্টেম্বর যৌথভাবে পোলট্রি খামারের ব্যবসা করার জন্য মোজাহিদ খান ও মতিন খানের সাথে জাকির হোসেন বুলু ও তার ভায়রা গেদু মিয়ার কাছ আহমেদ পোলট্রি ফার্ম থেকে গ্রেফতারকৃত মতিন খান ও তার ভাই মোজাহিদ খান ৬ লাখ টাকা গ্রহন করেন। পরবর্তীতে মতিন খান ও তার ভাই ব্যবসার সঠিক কোন হিসাব না দিলে এ নিয়ে বিচার শালিস বসে এবং মতিন খান টাকা নেয়ার কথা স্বীকার করে কিন্তু টাকা ফেরৎ না দেয়ায় অবশেষে ব্যবসায়ী বুলু গতকাল মঙ্গলবার নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।